Champions Trophy 2025 Final: ফাইনালের আগেই দায়িত্ব ঝেড়ে ফেললেন টিম ইন্ডিয়ার বিশ্বস্ত তারকা! | Big Statement Of Shubham Gill Before The Final Match
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিউইদের বিরুদ্ধে ফাইনালের (Champions Trophy 2025 Final) মঞ্চে নামার আগেই দায়িত্ব ঝেড়ে ফেললেন ভারতের বিশ্বস্ত তারকা? 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অজিদের বিরুদ্ধে হারের ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। রবিবার কিউইদের বিপক্ষে মিনি বিশ্বকাপের ফাইনালে পা রাখার আগে নিউজিল্যান্ডকে নিয়ে বাড়তি চাপ নিতে নারাজ টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার শুভমন গিল। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই আউড়েছেন মেন ইন ব্লুদের এই সতীর্থ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচটিকেও আর পাঁচটা সাধারণ ম্যাচের মতোই দেখছি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই জানিয়েছেন ভারতের অন্যতম বিশ্বস্ত খেলোয়াড় গিল। ফাইনালের ঠিক আগের দিন অর্থাৎ শনিবার ক্যামেরার মুখোমুখি হয়ে গিল বলেন, বড় ম্যাচে আলাদা একটা চাপ থাকেই। তবে সেই চাপ কাটিয়ে ভাল পারফর্ম করতে পারলেই চ্যাম্পিয়ন হওয়া যায়।
ওয়েস্ট ইন্ডিজ কিংবা অস্ট্রেলিয়ার মতো দলকে এর আগে আমরা সেটা করতে দেখেছি। মুখে বলাটা অবশ্যই সহজ কিন্তু কাজে করাটা ততটা নয়। তবে আমরা এই ম্যাচটিকে ফাইনালের মতো দেখছি না। ফাইনাল ভেবে এই ম্যাচ খেলতে চাই না আমি।
এরপরই বিরাটের প্রসঙ্গ উল্লেখ করে শুভমন বলেন, বিরাট ভাইয়ের মতোই ঠান্ডা মাথায় ম্যাচটি শেষ করতে চাই। কথা বলতে বলতে আচমকা 2023 ওয়ানডে বিশ্বকাপের প্রসঙ্গ টানেন গিল। খেলোয়ার জানান, 2023 বিশ্বকাপ ফাইনালে যে ভুল করেছি সেই চাপ নিয়ে আর ভুল করতে চাই না।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শুভমন বলেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আমরা জিতেছি। সেবার যথেষ্ট চাপ ছিল। আশা করি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারও জয় তুলতে পারব। এরপরই গিল বলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির কাছ থেকে প্রতিদিন অনেক কিছু শিখতে পারি। রোহিত ভাই বিশ্বের অন্যতম সেরা ওপেনার, সাদা বলের ফরম্যাটে। বিরাট ভাই তো এই ফরম্যাটটাতে সেরা ব্যাটিং বলেন। ওদের কাছ থেকে প্রতিদিন অনেক কিছু শিখতে পারি।
প্রসঙ্গত, চলতি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ভাল ছন্দে রয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক তথা ওপেনার শুভমন। ইংল্যান্ডের বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজেও অসামান্য ব্যাটিং করেছেন গিল। যার দরুণ মিনি বিশ্বকাপের ফাইনালেও তাঁর ব্যাট থেকে বড় ইনিংস উপহার পেতে মুখিয়ে রয়েছে ভারত।
অবশ্যই পড়ুন: ফাইনালের আগেই চোট কোহলির! রবিবার খেলবেন? ভয় ধরাচ্ছে নতুন কারণ
তবে গিলের কথায়, গত বিশ্বকাপে যে ভুল করেছেন এবারের ফাইনালে সেই ভুল নতুন করে করতে চান না তিনি। মূলত ফাইনালকে আর পাঁচটা সাধারণ ম্যাচের মতো দেখেই চাপহীন ইনিংস খেলতে চান ভারতের এই তরুণ ব্যাটার।
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
This website uses cookies.