বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার ভারতীয় দলের চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy 2025) চিত্রটা স্পষ্ট হয়ে গিয়েছে। সমস্ত সম্ভবনাকে সত্যি করে টিম ইন্ডিয়ার মিনি বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মাদের অন্যতম হাতিয়ার জসপ্রীত বুমরাহ। তাঁর বিকল্প হিসেবে দলে ভিড়েছেন তরুণ পেসার হর্ষিত রানা। অন্যদিকে ফর্ম খতিয়ে দেখে যশস্বী জয়সওয়ালকে সুযোগ দিয়েও তাঁকে সরিয়ে বরুণ চক্রবর্তীকে আসন্ন আইসিসি ইভেন্টের জন্য স্কোয়াডে জায়গা দিয়েছে ম্যানেজমেন্ট। এহেন আবহে দলে বড় বদল এনে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ভারতকে জেতাতে বিরাট পদক্ষেপ নিয়ে ফেললেন অধিনায়ক রোহিত ও কোচ গৌতম গম্ভীর।
এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন
Join Now
রোহিত-গম্ভীরের এই চালেই চ্যাম্পিয়নস ট্রফি জিতবে ভারত!
মঙ্গলবার চূড়ান্ত হয়েছে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ভারতীয় স্কোয়াড। এবার সেই স্কোয়াড নিয়েই দীর্ঘ কাঁটা ছেঁড়ার পর বড় কৌশল বেঁধেছেন রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর। জানা যাচ্ছে, মিনি বিশ্ব কাপের আসরে শত্রুপক্ষের ছেলেদের উইকেটের দখল জমাতে দলে টানা হয়েছে 5 জন ধুরন্ধর স্পিনারকে। হাইব্রিড মডেল মেনে যেহেতু দুবাইয়ে ম্যাচ খেলবে ভারত।
তাই দুবাইয়ের মাটি পর্যবেক্ষণ করেই স্পিনারদের সংখ্যা বাড়ানো হয়েছে দলে। বেশকিছু রিপোর্ট বলছে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচে জোর খাটে স্পিনারদেরই। বিগত পরিসংখ্যান অনুযায়ী, এই মাঠে স্পিনারদের রেকর্ড দুর্দান্ত। আর সেই কথা মাথায় রেখেই চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় স্কোয়াডে জায়গা হয়েছে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের। মনে করা হচ্ছে এই 5 ভয়ানক অস্ত্র দিয়েই শত্রু পক্ষের রানের ঝুলিতে কোপ বসাবে রোহিতদের দল।
প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন
Join Now
জলবা দেখাতে পারেন বরুণ
টিম ইন্ডিয়ায় নিজের অসামান্য পারফরমেন্সের জন্য একের পর এক আসরে জায়গা করে নিচ্ছেন দাপুটে স্পিনার বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে বরুণের উইকেট সংখ্যাকে হাতে রেখে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতেও জায়গা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে প্রথম দিকে সেই সম্ভাবনা আলোচনার আড়ালে ছিল।
আরও পড়ুন: ছিটকে গেলেন বুমরাহ সহ দুজন, চ্যাম্পিয়নস ট্রফিতে টিম ইন্ডিয়ায় KKR-র দুই তারকা
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডেতেও নিজের জাত চেনাতে বাকি রাখেননি বরুণ। তাই হয়তো চ্যাম্পিয়নস ট্রফির শক্তিশালী স্কোয়াড থেকে বিশ্বস্ত তারকা জয়সওয়ালকে বাদ দিয়ে তাঁকে দলে ভিড়িয়েছে ম্যানেজমেন্ট। খেলোয়াড়ের বিগত পারফরমেন্স বলছে, চ্যাম্পিয়নস ট্রফির ওডিআই আসরে ঘূর্ণির জোর দিয়ে প্রতিপক্ষকে শায়েস্তা করবেন চক্রবর্তী।