Chhattisgarh Budget: দোলের আগেই সস্তা হল পেট্রোল, দাম কমানোর ঘোষণা সরকারের | Petrol Price Down In Chhattisgarh
শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে রাজ্যের মধ্যবিত্ত ঘরের মানুষের জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে যাদের দু চাকা বা চার চাকা রয়েছে তাঁরা এই খবরটি জানার পর আনন্দে আত্মহারা হয়ে যেতে পারেন। এর কারণ, এক ধাক্কায় অনেকটা স্বস্তা হল পেট্রোল (Petrol)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রাজ্য বাজেট পেশ করার সময় সরকারের তরফে একগুচ্ছ ঘোষণা করা হয়। যার মধ্যে অন্যতম। হল পেট্রোলের দাম কমানো। আপনিও কি জানতে ইচ্ছুক যে কত টাকা দাম কমল? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
সোমবার ছত্তিশগড় সরকার তাদের দ্বিতীয় এবং রাজ্যের ২৫তম বাজেট পেশ করেছিল। ২০২৪-২৫ সালের আগের বাজেট ছিল ১ লক্ষ ৪৭ হাজার ৪৪৬ কোটি টাকা। এবার বাজেটে যুবসমাজ, চাকরি, শিক্ষা এবং মহিলাদের জন্য অনেক বড় ঘোষণা করা হয়। এদিন রাজ্য সরকার জানায় যে, পেট্রোলের দাম এক টাকা কমানো হয়েছে। স্বাভাবিকভাবেই সরকারের এহেন ঘোষণায় যারপরনাই খুশি সকলে।
এদিন সরকার আরও ঘোষণা করে, ১৫০০ কোটি টাকার বাজেট দিয়ে চিকিৎসা পরিষেবা জোরদার করা হবে। আম্বেদকর হাসপাতালে কার্ডিওলজি বিভাগ সম্প্রসারিত করা হবে। সরকার আম্বেদকর হাসপাতালে আইভিএফ চিকিৎসার অনুমোদন দিয়েছে। চিকিৎসা সরঞ্জাম কেনা হবে। মেডিকেল কলেজের জন্য অতিরিক্ত বাজেট। সারোনা রায়পুরে ১০০ শয্যার একটি হাসপাতাল নির্মিত হবে। ১০ শয্যা বিশিষ্ট যোগব্যায়াম এবং চিকিৎসা হাসপাতাল খোলা হবে। খাদ্য ও ওষুধ পরীক্ষাগার তৈরি করা হবে।
মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই জানান, রাজ্যের নারী ও শিশু ব্যাধির জন্য মাহতারী বন্দনায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রেডি টু য়েট স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, ‘আমরা একটি মহিলা হোস্টেল তৈরি করব। একটি স্টাফ সেন্টার এবং নতুন অঙ্গনওয়াড়ি ভবন প্রস্তুত থাকবে। বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধীদের জন্য প্রকল্পগুলি বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। খাদ্য নিরাপত্তার জন্য ৫৩২৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।’
প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সুবিধাভোগীরা ছাড় পাবেন। যাদের দুই চাকার গাড়ি এবং পাঁচ একর পর্যন্ত জমি আছে তারাও আবাসন পাবেন।
সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা…
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
This website uses cookies.