লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Child PAN Card: বাচ্চার জন্যও তৈরি করা যাবে নাবালক Pan Card, সহজ উপায় জানিয়ে দিল আয়কর দফতর | How to Apply PAN Card for Children

Updated on:

প্যান কার্ড বা স্থায়ী অ্যাকাউন্ট নম্বর হল ভারতের আয়কর বিভাগের তরফে জারি করা একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, কর প্রদান এবং ঋণ গ্রহণের জন্য প্রয়োজন হয় এই ডকুমেন্ট। এই কার্ডটি প্রাপ্তবয়স্কদের জন্য জারি করা হলেও, অপ্রাপ্তবয়স্করা অর্থাৎ ১৮ বছরের কম বয়সীরা এটির জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে শিক্ষাগত এবং আর্থিক উদ্দেশ্যে থাকলে আবেদন করা যাবে।

নাবালকের জন্য প্যান কার্ডের আবেদন করতে পারবেন কেবল তার পিতামাতা বা আইনগত অভিভাবক। বাকি আবেদন পদ্ধতি প্রাপ্তবয়স্কদের মতোই।

READ MORE:  Online PAN Card: অনলাইনে মাত্র ১০ মিনিটেই হয়ে যাবে PAN কার্ড, জেনে রাখুন পদ্ধতি | How To Make PAN Card In Online

বয়স প্রমাণ: আধার কার্ড, জন্ম প্রমাণ, পাসপোর্ট, অথবা স্কুল মার্কশিট।

ঠিকানার প্রমাণ: পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড, অথবা ৩ মাসের কম পুরনো ইলেকট্রিক বিল।

অনলাইন পদ্ধতি :

প্রথমে NSDL ওয়েবসাইটে ভিজিট করুন। এটি হল NSDL PAN Services। তার পর “New PAN – Indian Citizen (Form 49A)” সিলেক্ট করে “Individual” অপশনে ট্যাপ করুন।

READ MORE:  Mahila Samman Certificate: মিলবে ৭.৫% সুদ! মহিলারা পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলেই লক্ষ্মীলাভ | Post Office Scheme For Womens

এবার নাবালকের নাম, পিতামাতার যোগাযোগের বিবরণ পূরণ করুন এবং “Submit” এ ক্লিক করুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করার বিকল্পটি বেছে নিয়ে, ফিজিক্যাল PAN কার্ডের প্রয়োজন কিনা তা সিলেক্ট করুন।

নাবালক এবং পিতামাতার বিবরণ পূরণ করুন, তারপর ডকুমেন্ট আপলোড করুন।

ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করুন।

পেমেন্টের পরে আপনি একটি শনাক্তকরণ নম্বর পাবেন।

READ MORE:  হোয়াটসঅ্যাপ কলে ডিজিটাল অ্যারেস্টের হুমকি, RBI গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করল

আপনি যদি ফিজিক্যাল ডকুমেন্ট পাঠানোর সিদ্ধান্ত নেন, তাহলে PAN পরিষেবা ইউনিটে ডকুমেন্টগুলি পাঠান।

অফলাইন পদ্ধতি :

এর জন্য NSDL ওয়েবসাইট থেকে ফর্ম 49A ডাউনলোড করুন।

প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।

পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, জন্মের প্রমাণপত্র এবং দুটি পাসপোর্ট ছবি-সহ ডকুমেন্ট অ্যাটাচ করুন।

এবার নিকটবর্তী প্যান সেন্টারে (টিআইএন সুবিধা কেন্দ্র) সেটি জমা দিন এবং আবেদন ফি প্রদান করুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.