শ্বেতা মিত্র, কলকাতাঃ মাত্র কয়েকদিন হল জি বাংলায় শুরু হয়েছে তারকাখচিত মেগা ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। আর এই মেগার হাত ধরে বেশ কিছু সময় পর ছোটপর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী জিতু কমল ও দিতিপ্রিয়া রায়। এই মেগাটি আসার পর থেকে কিছু সংখ্যক দর্শক বেশ পছন্দ করেছেন তো আবার কিছু সংখ্যক দর্শক এটিকে নিয়ে তুমুল সমালোচনা করেছেন। এদিকে TRP তালিকাতেও নিজের জায়গা পাকা করে নিয়েছে জি বাংলার এই মেগা। তবে এবার সকলকে চমক দিতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার।’ মেগায় এন্ট্রি হতে চলেছে নতুন ভিলেনের। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
‘চিরদিনই তুমি যে আমার’ মেগায় নতুন ভিলেন
আরও বেশি করে দর্শক টানতে মেগা কর্তৃপক্ষের তরফে এই সিরিয়ালে আরও কিছু মুখ আনতে চলেছে বলে খবর। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কে বা কারা এই সিরিয়ালে আসতে চলেছেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বেশ সাড়া ফেলেছে মাত্র এক মাস আগে শুরু হওয়া চিরদিনই তুমি যে আমার। এখন এবার এই মেগায় থাকতে চলেছে আরও বড় চমক। ইতিমধ্যে ভিলেনের চরিত্রে দেখা যাচ্ছে তন্বী লাহা রায়কে। এবার নতুন ভিলেন হিসেবে আসতে চলেছে অভিনেতা অর্কজ্যোতি পাল।
প্রকাশ্যে এল প্রোমো
এই অর্কজ্যোতি পাল ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ। এবার জি বাংলার এই মেগায় এন্ট্রি নিলেন তিনি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে প্রোমো। তাঁর চরিত্রের নাম অর্ঘ্য সিংহ রায়। অভিনেতাকে জিতু কমলের অর্থাৎ আর্যর ভাই হিসেবে দেখা যাবে। এদিকে এই মেগায় নতুন চরিত্র দেখতে পেয়ে বেজায় খুশি দর্শকও। প্রোমোতে দেখা যাচ্ছ, অফিসে এসে সে ঢুকতে যায় দাদা আর্যর ঘরে। কিন্তু বাধা দেয় অপু অর্থাৎ দিতিপ্রিয়া। জানায়, ভিতরে মিটিং চলছে। ঢোকা মানা। আর তাতেই খচে গিয়ে, অপুকে অফিস থেকে তাড়িয়ে দেয় অর্ঘ্য।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
প্রোমোতে এও বোঝা যাচ্ছে যে দুই ভাইয়ের মধ্যেকার সম্পর্ক মোটেও মধুর নয়।যাইহোক, টলিপাড়ার অন্দরের খবর বলছে, আর্যর প্রয়াত স্ত্রী রাজনন্দিনীর চরিত্রে দেখা যাবে নাকি টুম্পা ঘোষকে। কদিন আগে খবর মিলেছিল দেবযানী চ্যাটার্জীও এন্ট্রি নিচ্ছেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে।