CISF Constable Recruitment 2025: মাধ্যমিক পাসে অজস্র কনস্টেবল নিয়োগ CISF-এ, ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবে | Madhyamik Pass Job
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। যারা ডিফেন্স লাইনে চাকরির সুযোগ খুঁজছেন, তাদের জন্য এবার সুখবর। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সম্প্রতি কনস্টেবল পদে অজস্র শূন্যপদে নিয়োগের (CISF Constable Recruitment 2025) একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সবথেকে বড় কথা, মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে নিয়োগ চলছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গে যেকোন জেলা থেকেই আবেদন করতে পারবে।
কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদন করার জন্য বয়স সীমা কত চাওয়া হয়েছে, বেতন কত দেওয়া হবে, আবেদন কীভাবে করবেন, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
CISF-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটি জানা যাচ্ছে, এখানে কনস্টেবল (ট্রেডসম্যান) পদে নিয়োগ করা হবে। শূন্যপদ সম্পর্কে যদি আলোচনা করি তাহলে এখানে মোট ১১৬১টি শূন্যপদ থাকছে। তবে কনস্টেবল পদে বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হচ্ছে। যেমন কুক, ওয়াসারম্যান, বারবার, সুইপার, ইলেকট্রিশিয়ান ইত্যাদি। আবার প্রতিটি ট্রেডের জন্য ভিন্ন ভিন্ন শূন্যপদ থাকছে। যেমন কুক পদের জন্য ৪৯৩টি, ওয়াসারম্যান পদের জন্য ২৬২টি, সুইপার পদের জন্য ১৫২টি ইত্যাদি।
আগেই বলা হয়েছে, এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। তবে এখানেই শেষ নয়। নির্দিষ্ট ট্রেডের জন্য আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে বলে রাখি, সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
যেহেতু কেন্দ্র সরকারের একটি চাকরি, তাই এখানে শুরুতেই মোটা অঙ্কের বেতন মিলবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে চাকরি পেলে পে-লেভেল ৩ অনুযায়ী প্রতি মাসে ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আগ্রহী চাকরিপ্রার্থীরা CISF-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
এক্ষেত্রে বলে রাখি, সাধারণ ও OBC প্রার্থীদের জন্য ১০০ টাকা করে আবেদন ফি প্রয়োজন এবং SC, ST ও মহিলা প্রার্থীদের কোনোরকম আবেদন ফি লাগবে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সেগুলি হল শারীরিক দক্ষতার পরীক্ষা, শারীরিক মানদন্ড পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, ট্রেড পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা। প্রতিটি ধাপ অতিক্রম করলেই নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে আবেদন শুরু হচ্ছে ৫ই মার্চ, ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে ৩রা এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো।
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
অফিসিয়াল নোটিশ- CISF Official Notification
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.