বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা ভাবা হয়েছিল তাই হল। কোচ অস্কার ব্রুজোর সাথে অশান্তির জের, শেষমেষ ইস্টবেঙ্গল ছাড়লেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্লেটন সিলভা (Cleiton Silva)। বুধবার, প্রাক্তন লাল হলুদ তারকার বিদায়ের খবর জানিয়ে দিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান ক্লাব।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কোচ অস্কারের সাথে ঝামেলার জন্যই কি দল ছাড়লেন সিলভা?
বিগত কয়েক মাস ধরে লাল হলুদ শিবিরে ঠান্ডা যুদ্ধ লেগেই রয়েছে। মাঝেমধ্যেই কোচের সাথে ফুটবলারদের মতবিরোধের খবর উঠে আসছে সমাজ মাধ্যমে! গত রবিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে প্রস্তুতি ম্যাচ চলাকালীন স্প্যানিশ কোচ অস্কারের সাথে মতবিরোধ তৈরি হয় ব্রাজিলিয়ান ফুটবলার সিলভার। সূত্রের খবর, ক্লেটনকে নাকি তাঁর পছন্দের জায়গা থেকে সরিয়ে ভিন্ন ভূমিকায় খেলাচ্চিলেন অস্কার।
যা একেবারেই মেনে নিতে পারেননি ওই বিদেশি। বারংবার বলতে থাকেন, আমাকে আমার মতো খেলতে দেওয়া হোক। তবে ফুটবলারের কথায় একেবারেই জেদ থেকে সরেননি কোচ অস্কার। আবারও তাঁকে সিলভার উদ্দেশ্যের নির্দেশনা দিতে দেখা গিয়েছিল। আর এরপরই কোচের সাথে বিতর্কে জড়িয়ে যান ক্লেটন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
শেষ পর্যন্ত মাত্র 30 সেকেন্ডের মধ্যে মাঠ ছেড়ে হোটেলে ফিরে গিয়েছিলেন তিনি। যেই খবরের রেশ এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি, লাল হলুদ জনতা। এহেন আবহে সমস্ত সম্ভাবনাকে সত্যি করে ইস্টবেঙ্গল ছাড়লেন ক্লেটন। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, খুব সম্ভবত কোচের সাথে মনমালিন্য ও দলে অস্বস্তির কারণে শেষমেষ চুক্তি ভেঙে বেরিয়ে এলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন নায়ক।
দল ছাড়তে চাননি সিলাভ?
সদ্য পাওয়া বেশ কিছু সূত্র মারফত খবর, বেশ কয়েকদিন ধরে কোচের সাথে ঝামেলা চলছিল লাল হলুদের প্রাক্তন ফুটবলার ক্লেটন সিলভার। তবে তা সত্ত্বেও সবকিছু মানিয়ে ইস্টবেঙ্গলে থেকে গিয়েছিলেন তিনি। তবে রবিবার সুপার কাপের প্রস্তুতি ম্যাচে কোচের সাথে মতবিরোধ একেবারে তুঙ্গে ওঠে। ওয়াকিবহাল মহল বলছে, মূলত পথপ্রদর্শক তথা কোচ অস্কারের সাথে মানিয়ে উঠতে না পারায় শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হলেন তিনি। শোনা যাচ্ছে, তিনি নাকি চেয়েছিলেন, আরও কয়েকটা মরসুম ইস্টবেঙ্গলের হয়ে খেলতে।
অবশ্যই পড়ুন: বন্ধুত্বের মূল্য চোকাতে হবে পাকিস্তানকে! কোটি কোটি ডলার আদায়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
সুপার কাপের আগে বিরাট ধাক্কা ইস্টবেঙ্গলের?
ব্রাজিলিয়ান স্ট্রাইকার সিলভার বিদায় যে সুপার কাপে ইস্টবেঙ্গলকে সমস্যায় ফেলবে একথা বলাই বাহুল্য। কেননা, গোটা ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে দুরন্ত ছন্দে ছিলেন সিলভা। শুধু তাই নয়, গত বছর কার্লস কুয়াদ্রতের আমলে লাল হলুদের সুপার কাপ জয়ের অন্যতম প্রধান কারিগর হয়ে উঠেছিলেন এই সিলাভাই। কিন্তু সেই কলিঙ্গ সুপার কাপের একেবারে প্রাক্কালে তাঁর মতো একজন বিশ্বস্ত ফুটবলারের দল ছেড়ে চলে যাওয়া লাল হলুদের জন্য সত্যিই দুর্ভাগ্যের!