Club Cricket: ১৬ বছরের পুত্রের সঙ্গে ফের মাঠে দ্রাবিড়, কত রান করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ? | Rahul Dravid Played Club Cricket
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ফের 22 গজে ব্যাট হাতে নামলেন। তবে এবার মালুরের বিজয় ক্রিকেট ক্লাবের হয়ে খেললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার। জানা যাচ্ছে, ইয়ং লায়ন্স ক্লাবের বিরুদ্ধে সেই একই ম্যাচে দ্রাবিড়কে সঙ্গ দিয়েছিল ছেলে অন্বয়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, 52 বছর বয়সী ভারতীয় তারকার থেকেও বেশি রান করেছে তাঁর সুপুত্র। আর বাবা-ছেলের এই ম্যাচই উঠে এসেছে সংবাদ শিরোনামে।
ক্লাব ক্রিকেটে খেলছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ দ্রাবিড়। যে খবর কানে আসতেই শরগোল পড়ে গিয়েছে রাহুল ভক্তদের মধ্যে। তবে বিজয় ক্রিকেট ক্লাবের হয়ে দ্রাবিড়ের মাঠ দখলের থেকেও আলোচনার মধ্যমণি হয়ে উঠেছে ছেলে অন্বয়ের পারফরমেন্স।
হ্যাঁ, মালুরের বিজয় ক্রিকেট ক্লাবের হয়ে ইয়ং লায়ন্সদের বিরুদ্ধে নির্ধারিত 50 ওভারে 345 রান তোলে দ্রাবিড়ের দল। আর ম্যাচেই 60 বলে 58 রানের ঝড়ো ইনিংস খেলেছিল দ্রাবিড়পুত্র অন্বয়। যেখানে রাহুলের ব্যাট থেকে এসেছে মাত্র 10 রান। আর সেই রান দখলের নিরিখেই বাবার থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে অন্বয়।
বলা বাহুল্য, দ্রাবিড়ের দল বিজয় ক্রিকেটের হয়ে 107 রানের বড় ইনিংস খেলেছে স্বপ্ননীল ইলাভে। তবে তরুণের সেই পারফরমেন্সকেও ছাপিয়ে গিয়েছে প্রাক্তন ভারতীয় তারকা পুত্র অন্বয়ের ক্লাব ক্রিকেট কীর্তি।
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, বিজয় মার্চেন্ট ট্রফিতে অন্বয় 2023-24 মরসুমে কর্ণাটকের হয়ে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছিল। জানা যায়, কর্ণাটকের হয়ে 5 ম্যাচে 357 রান তুলেছিল উইকেটরক্ষক-ব্যাটসম্যান অন্বয়। সূত্র বলছে, গত বছর অর্থাৎ 2024-এ কর্ণাটকের অনূর্ধ্ব-14 দলকে নেতৃত্ব দিয়েছিল দ্রাবিড়পুত্র। জানা যাচ্ছে, ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ছন্দে ব্যাট করে অন্বয়। সম্প্রতি অনূর্ধ্ব- 16 আন্ত আঞ্চলিক ম্যাচে বেঙ্গালুরুর হয়ে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিল ভারতীয় তারকার সুপুত্র।
বেশ কিছু রিপোর্ট বলছে, শেষবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব 19 দলীয় খেলেছে অন্বয়। সেই সব ম্যাচে ছেলের কীর্তি স্বচক্ষে দেখেছেন দ্রাবিড়। উল্লেখ্য, ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা রাহুল দ্রাবিড়ের দুই ছেলে সমিত ও অন্বয় দুজনেই ক্রিকেটের সাথে যুক্ত। জানা গিয়েছে, দুই সন্তানের খেলাই বেশ পছন্দ করেন বাবা দ্রাবিড়।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.