CMF Phone 2 Design: Nothing Phone 3a সিরিজের পর আরও একটি দুর্দান্ত ফোন আনছে নাথিং, লঞ্চের আগেই ফাঁস হল ছবি | CMF Phone 2 Price
সুমন পাত্র, কলকাতা: Nothing Phone 3a এবং 3a Pro লঞ্চ হয়েছে বেশিদিন হয়নি। এবার নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ নতুন ফোন বাজারে আনার তোড়জোড় শুরু করেছে। গত বছরের CMF Phone 1-এর উত্তরসূরী হিসেবে CMF Phone 2 শীঘ্রই লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, ফোনটির রেন্ডার অনলাইনে ফাঁস হয়ে ব্যাক প্যানেল ডিজাইন প্রদর্শন করেছে। ফোনটিতে তিনটি সেন্সর সমন্বিত নতুনভাবে ডিজাইন করা ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে।
একজন Reddit ব্যবহারকারী CMF Phone 2 এর পিছনের প্যানেল দেখানোর জন্য হাতে-কলমে তোলা ছবি এবং একটি কনসেপ্ট ইমেজ শেয়ার করেছেন। রেন্ডারে ফোনটির ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সেন্সরগুলি ফ্ল্যাশের পাশে ত্রিভুজাকার আকারে স্থাপন করা হয়েছে। যদি ছবিটি আসল মডেলের হয়, তাহলে CMF Phone 1 এর তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড হবে।
উল্লেখ্য, বর্তমান মডেলটির পিছনের প্যানেলে একটি ডুয়াল ক্যামেরা সিস্টেম আছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সনি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট সেন্সর বর্তমান। ছবিতে CMF ফোন 2 কালো রঙে দেখানো হয়েছে। এতে ম্যাট ফিনিশ রয়েছে। আর পিছনের প্যানেলের স্ক্রুগুলি ইঙ্গিত দেয় যে এটি তার পূর্বসূরীর মতো ইন্টারচেঞ্জেবল কভার ও অ্যাক্সেসরি পাবে। স্ক্রুগুলি CMF ফোন 1-এর মতো একই অবস্থানে সাজানো।
নাথিং-এর এই সাব-ব্র্যান্ডের প্রথম মডেল, CMF Phone 1 ভারতে গত বছর জুলাইতে লঞ্চ হয়েছিল। প্রাথমিক মূল্য ছিল ১৫,৯৯৯ টাকা। এতে ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ (১০৮০x২৪০০ পিক্সেল) অ্যামোলেড এলটিপিএস ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করে। এটি MediaTek Dimensity 7300 5G প্রসেসর ও ৮ জিবি পর্যন্ত র্যামের সাথে যুক্ত। ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সমর্থন করে। জল ও ধুলো প্রতিরোধের জন্য IP52 রেটিং রয়েছে৷
শ্বেতা মিত্র, কলকাতা: পিএফ (PF) অ্যাকাউন্ট ধারকদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আর মাত্র কিছুটা…
Samsung Galaxy A26 5G স্মার্টফোনে আছে ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনস ১৩৮০ প্রসেসর।…
ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে…
প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধারের তথ্য তুলে ধরা অত্যন্ত…
Vivo T4x 5G তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায় - ৬ জিবি র্যাম + ১২৮ জিবি…
প্রীতি পোদ্দার, কলকাতা: দেশের মধ্যে অন্যতম ব্যস্ততম রেলস্টেশন হল শিয়ালদহ (Sealdah) । প্রতিদিন গড়ে প্রায়…
This website uses cookies.