লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

CMF Phone 2 Pro Design: ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সহ নজরকাড়া ডিজাইন, CMF Phone 2 Pro এই মাসেই বাজারে আসছে

Published on:

Nothing এর সাব-ব্র্যান্ড CMF বাজারে আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন CMF Phone 2 Pro। আগামী ২৮ এপ্রিল এর উপর থেকে পর্দা সরানো হবে। লঞ্চের আগে ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য এবং টিজার সামনে এসেছে। স্মার্টফোনের পাশাপাশি ওইদিন CMF Buds 2, Buds 2a, এবং Buds 2 Plus ইয়ারফোন লঞ্চ হতে পারে।

CMF Phone 2 Pro এর ডিজাইন প্রকাশ্যে

সম্প্রতি ফ্লিপকার্ট থেকে সিএমএফ ফোন ২ প্রো এর ছবি প্রকাশ করা হয়েছে, যা থেকে স্পষ্ট যে আসন্ন ডিভাইসের ডিজাইন আগের মডেলগুলোর তুলনায় আরও উন্নত ও আধুনিক হবে। এটি দুটি রঙে বাজারে আসবে – ধূসর এবং CMF-এর সিগনেচার কমলা রঙ। এর পিছনের অংশে ডুয়াল-টোন ডিজাইন দেখা যাবে। আর ব্যাক প্যানেলের স্ক্রুগুলোর উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, ব্যবহারকারীরা পছন্দ অনুযায়ী ব্যাক কভার বদলাতে পারবেন।

READ MORE:  ভরপুর চমক নিয়ে আগামীকাল লঞ্চ হচ্ছে iPhone SE 4, ওলেড ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা সহ থাকবে এই ফিচার

সিএমএফ ফোন ২ প্রো এর পিছনে থাকবে একটি অ্যাক্সেসরি পয়েন্ট, যেখানে ল্যানিয়ার্ড, কার্ড হোল্ডার বা অন্যান্য এক্সেসরিজ সংযুক্ত করা যাবে। এই সুবিধা সিএমএফ ফোন ১ মডেলেও ছিল।

CMF Phone 2 Pro সম্পর্কে আগে কি জানা গেছে

সিএমএফ ফোন ২ প্রো এর সামনে দেখা যাবে হোল-পাঞ্চ ডিসপ্লে। এর চারপাশে থাকবে সমান বেজেল। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রো চিপসেট ব্যবহার করা হবে। গেমারদের জন্য এই ফোনে BGMI-তে ১২০এফপিএস গেমিং এবং ১,০০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সুবিধা থাকবে।

READ MORE:  ৪০০০ টাকা দাম কমলো Moto E50 Pro এর, সীমিত সময়ের অফার দুর্দান্ত ক্যামেরা ফোনের উপর

ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (১/১.৫৭-ইঞ্চি সেন্সর), ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (২x অপটিক্যাল জুম সহ) এবং ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স (১১৯.৫ ডিগ্রি ফিল্ড অব ভিউ)।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.