Cockroach: রান্নাঘরের ২ টাকার উপকরণ দিয়েই বাপ বাপ করে পালাবে আরশোলা | How To Ger Rid From Cockroach
সৌভিক মুখার্জী, কলকাতা: ঘরদোর পরিষ্কার মানে মন পরিষ্কার! কিন্তু রান্নাঘর ও বাথরুমের কোণে প্রচুর আরশোলার (Cockroach) উপদ্রব দেখা যায়, যা বেশিরভাগ মানুষই অপছন্দ করে। আর এই উপদ্রব থেকে রেহাই পাওয়ার পথ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে। অনেকে তো আরশোলার হাত থেকে বাঁচতে বাজার থেকে স্প্রে বা রাসায়নিকজাত দ্রব্য ব্যবহার করেন। কিন্তু আপনি কি জানেন, এই স্প্রেগুলি স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে? তাহলে এখন উপায় কী?
চিন্তা করবেন না। কোন ধরনের ক্ষতিকার স্প্রে ছাড়া ঘরোয়া কিছু সহজ উপায় মানলেই ঘর থেকে আরশোলা বাপ বাপ বলে পালাবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। তাহলে চলুন জেনে নিই, কার্যকরী কিছু ঘরোয়া টিপস।
আপনারা হয়তো অনেকেই জানেন না, আরশোলা তেজপাতার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। এর জন্য কয়েকটি শুকনো তেজপাতা পিষে গুঁড়ো করে রান্নাঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিন। চাইলে ওভেনের নীচেও রাখতে পারেন। ব্যাস, কিছুদিনের মধ্যেই আরশোলা ঘর ছেড়ে পালাবে।
এই দুটি সাধারণ প্রাকৃতিক উপাদান আরশোলার জন্য বিষের মত কাজ করে। প্রথমে ১০ থেকে ১২ ফোঁটা পেপারমিন্ট অয়েল এবং লেমনগ্রাস অয়েল একটি বোতলে মেশান। এরপর সেটিকে স্প্রে করে দিন। রান্নাঘর, বাথরুম এবং যেখানে আরশোলার বেশি উপদ্রব, সেখানে নিয়মিত স্প্রে করতে থাকুন। হাতেনাতে ফল পাবেন।
আরশোলাকে সবথেকে বেশি আকৃষ্ট করে চিনি। এর জন্য আপনাকে সমপরিমান বেকিং সোডা ও চিনি মিশিয়ে ঘরের বিভিন্ন কোণে ছড়িয়ে দিতে হবে। চিনি আরশোলাকে আকৃষ্ট করবে আর বেকিং সোডা তাদেরকে ধ্বংস করবে। ফলাফল কয়েকদিনের মধ্যেই হাতেনাতে পাবেন।
আপনার হয়তো জানেন না, বোরিক পাউডার আরশোলার শরীরে প্রবেশ করলে তারা মারা যায়। যেখানে বেশি আরশোলা দেখা যায়, সেখানে অল্প করে বোরিক পাউডার ছড়িয়ে দিন। তবে মনে রাখবেন, বাচ্চা এবং পোষা প্রাণীদের থেকে দূরে ছড়াবেন। এতে দীর্ঘমেয়াদী সমাধান পাবেন।
অনেকেই হয়তো জানেন না, ভিনেগারের গন্ধ আরশোলার সহ্য হয় না। এর জন্য ৫০% ভিনিগার ও ৫০% জল মিশিয়ে স্প্রে করুন। বিশেষ করে রান্নাঘর এবং বাথরুমে স্প্রে করুন। রাতারাতি ঘর থেকে আরশোলা পালাবে।
নিমের গন্ধ এবং এর প্রাকৃতিক উপাদান আরশোলা মোটেই সহ্য করতে পারেন না। এর জন্য কয়েকটি নিম পাতা বেঁটে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে তৈরি করুন। তারপর ঘরের চারপাশে স্প্রে করে দিন। ব্যাস, হাতেনাতে ফল মিলবে।
তাই আরশোলা তাড়াতে বাজারের স্প্রে বা ক্যামিকেল ব্যাবহারের আর কোন দরকার নেই। এই কয়েকটি ঘরোয়া টিপস মেনে চললেই কয়েক ঘন্টার মধ্যেই আপনি আরশোলার উপদ্রব থেকে মুক্তি পাবেন। তাই আজ থেকেই ফলো করুন টিপসগুলি।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) এক নির্দেশেই বৃহস্পতিবার চাকরিহারা হয়েছেন রাজ্যের 26 হাজার…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি একজন গেমার? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। ই-স্পোর্টস জগতে…
প্রীতি পোদ্দার, কলকাতা: বসন্তের শুরুতেই আবহাওয়াবিদরা আশঙ্কা করেছিল যে মার্চ থেকে ব্যাপক গরম পড়বে রাজ্য…
প্রীতি পোদ্দার, কলকাতা: দেশ স্বাধীনের জন্য যেমন একাধিক বিপ্লবী নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন ঠিক তেমনই…
সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্র সরকারের এক বড়সড় আর্থিক ক্ষতির তথ্য সামনে এনেছে Comptroller and Auditor…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধ হচ্ছে Ola, Uber, Rapido-র বাইক-ট্যাক্সি পরিষেবা। হ্যাঁ, অ্যাপ ক্যাবের যুগে এমন…
This website uses cookies.