লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Commuted Pension: কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা কমে ১৫ থেকে ১২? প্রস্তাব সরকারকে | Restoration Of Commuted Pension From 15 To 12 Years

Published on:

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: সরকারি কর্মীদের পেনশন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বিষয় (Commuted Pension) নিয়ে গতবছর থেকেই একের পর এক ঘোষণা হয়ে আসছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে একটি নতুন প্রস্তাব জমা পড়েছে পেনশনের এক নয়া রূপ নিয়ে। যা হল কমিউটেড পেনশন। জানা যাচ্ছে দীর্ঘ দিন ধরেই সরকারি কর্মীরা কমিউটেড পেনশন পুনরুদ্ধারের জন্য দাবি জানিয়ে যাচ্ছে। এবং পুনরুদ্ধারের সময়সীমা ১৫ বছর থেকে ১২ বছর করে দেওয়ার জন্য চলতি বছরের শুরুর দিকে ইউনিয়ান ক্যাবিনেট সেক্রেটারি টিভি সোমনাথনকে চিঠিও দেওয়া হয়েছে। তবে কি এবার পেনশন পুনরুদ্ধারের পথে হাঁটতে চলল কেন্দ্র!


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কী এই কমিউটেড পেনশন?

আসলে কমিউটেড পেনশনহল সরকারি কর্মীদের পেনশন ব্যবস্থার এক অন্যতম রূপ, যা পেনশন ভোগীদের এককালীন অর্থপ্রদান করা হয়। এই কমিউটেড পেনশন মাসিক পেনশন থেকে কেটে নেওয়া হয়ে থাকে। এবং এই কমিউটেড পেনশন মূল্য আবেদন করার নির্দিষ্ট দিন থেকে ১৫ বছর পরে এটি পুনরুদ্ধার করা হয়ে থাকে। কিন্তু এবার এই পুনরুদ্ধারের সময়সীমা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব জমা পড়েছে। সেই প্রস্তাবে বলা হয়েছে সময়সীমা যেন ১৫ বছর থেকে ১২ বছরে কমিয়ে আনা হয়। জানা গিয়েছে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার এর তরফ থেকে প্রায় ৭ লক্ষ কর্মীদের হয়ে এই চিঠি পাঠানো হয়েছিল।

READ MORE:  NPS System: পেনশনভোগীদের জন্য সুখবর, NPS -এর এই বিষয়গুলি থেকে লাভবান হবেন আপনি | Good News For Pensioners

প্রস্তাবে কেন সময়সীমা পুনরুদ্ধারের দাবি?

কেন্দ্রকে চিঠি পাঠানোতে তাই প্রশ্ন উঠছে কেন সময়সীমা ১৫ থেকে ১২ বছরে রূপান্তরিত করতে চাইছে কর্মীরা। সেক্ষেত্রে তারা বলছেন যে দিনের পর দিন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপে জর্জরিত সকলে। উপরন্তু, কর্মরত থাকাকালীন, কর্মীরা ইতিমধ্যেই একাধিক কর বহন করে চলেছে। সেক্ষেত্রে পেনশন উদ্ধার ১৫ বছর হলে নানা সমস্যায় পড়ছেন অবসরপ্রাপ্ত কর্মীরা। তাই ১৫ বছরের বদলে ১২ বছরের পুনরুদ্ধারের সময়কাল হলে লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য স্বস্তি বয়ে আনবে। পাশাপাশি সেই চিঠির প্রস্তাবে অষ্টম বেতন কমিশন চালু করার প্রসঙ্গও তুলে ধরেছেন কর্মীরা। তবে কেন্দ্রকে চিঠির প্রস্তাব পাঠানো হলেও এখনো পর্যন্ত কোনো সদুত্তর দেয়নি কেন্দ্র।

প্রসঙ্গত, কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরকার আগামী বছর অর্থাৎ ১ জানুয়ারী, ২০২৬ থেকে কেন্দ্রীয় কর্মীদের অষ্টম বেতন কমিশন সুপারিশ করার অনুমোদন দিয়েছেন। তবে পেনশন কমিউটেশন এবং পুনরুদ্ধারের সময়কাল সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কিন্তু তবুও হাল ছাড়েনি কেন্দ্রীয় কর্মীরা। তাঁদের বিশ্বাস, অস্টম বেতন কমিশন প্রতিষ্ঠার অনুমোদনের সাথে সাথে, সরকার কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়কাল ১৫ থেকে কমিয়ে ১২ বছর করতে পারে। এবার দেখার পালা কতটা কেন্দ্রীয় কর্মীদের কতটা আশাপূরণ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

READ MORE:  EPFO: ৭ গুণ বাড়বে পেনশন, সঙ্গে যুক্ত হবে DA-ও! লটারি লাগতে চলেছে অবসরপ্রাপ্ত কর্মীদের | May Pension Hike And Dearness Allowance Add

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.