সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। যারা নিরাপত্তা রক্ষার কাজে যুক্ত হতে চান, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। রাজ্যের নিরাপত্তা রক্ষা খাতে প্রচুর শূন্যপদে কনস্টেবল নিয়োগের (Constable Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। এমনকি জানা যাচ্ছে এখানে প্রায় ১০ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক হলে যেকোনো চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবে। সবথেকে বড় ব্যাপার, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হলেই এখানে আবেদন করা যাবে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, ইত্যাদি তথ্যগুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | Constable Recruitment 2025 |
অফিশিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে বিভিন্ন বিভাগে কনস্টেবল নিয়োগ করা হবে। যেমন General Constable, Constable Driver, Telecommunication Constable Operator, Telecommunication Constable Driver এবং Band Constable। শূন্যপদ সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে এখানে মোট ৯৬১৭টি শূন্যপদ পাওয়া যাবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, General Constable পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। Constable Driver পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং বৈধ LMV ও HMV ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। Telecommunication Constable পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে ফিজিক্স, অংক বা কম্পিউটার সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
বয়স সীমা কত প্রয়োজন?
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, সাধারণ কনস্টেবল এবং টেলিকম অপারেটর পদে আবেদন করার জন্য ১৮ বছর থেকে ২৪ বছর পর্যন্ত বয়স লাগবে। তবে ড্রাইভার পদে আবেদন করার জন্য বয়স লাগবে ১৮ বছর থেকে ২৭ বছর পর্যন্ত। এক্ষেত্রে জানিয়ে রাখি, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
বেতন কাঠামো
কনস্টেবল পদে চাকরি পেলে রাজ্য সরকারের পে-ম্যাট্রিক্স লেভেল ৫ অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে। যেমনটা জানা যাচ্ছে, এখানে প্রারম্ভিক মাসিক বেতন প্রায় ১৪,৬০০/- টাকা। তবে পরবর্তীকালে বেতন বৃদ্ধি পাবে।
কীভাবে আবেদন করবেন?
আবেদন করার আগে জানিয়ে রাখি, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজস্থান পুলিশের তরফ থেকে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়োগ প্রক্রিয়াটি নয়। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) প্রথমে রাজস্থান পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) এরপর “Recruitment” বিভাগে যান।
৩) এরপর Rajasthan Police Constable Recruitment 2025 লিংকে ক্লিক করুন।
৪) এরপর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
৫) এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে পূরণ করুন।
৬) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
৭) এরপর অনলাইনে আবেদন ফি জমা দিন।
৮) সবশেষে ফর্ম সাবমিট করে প্রিন্ট আউট সংরক্ষণ করে রাখুন।
আবেদন ফি কত লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে জেনারেল, OBC এবং EWS প্রার্থীরা আবেদন করতে চাইলে ৬০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC/ST/PwD প্রার্থীর আবেদন করতে চাইলে ৪০০ টাকা আবেদন ফি লাগবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৯ই এপ্রিল, ২০২৫ তারিখে। যেমনটা জানা যাচ্ছে, ২৮শে এপ্রিল ২০২৫ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদন চলবে আগামী ১৭ই মে, ২০২৫ তারিখ পর্যন্ত।
কীভাবে নিয়োগ করা হবে?
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, প্রার্থীদের চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর শারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। সবশেষের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট- Rajasthan Police Official Website
অফিসিয়াল নোটিশ- Rajasthan Police Official Notification