Cooling Device: ৪০ হাজারের AC ছাড়ুন, বাড়িতে আনুন ৫ হাজারের এই ডিভাইস! নিমিষেই ঘর হবে ঠান্ডা | Techzere Electric Dehumidifier
শ্বেতা মিত্র, কলকাতা: শীত বিদায়ের পথে। অর্থাৎ গরমকাল যে আসছে তা বলাই বাহুল্য। গত বছর তীব্র গরমে রীতিমতো কালঘাম ছুটে গিয়েছিল সবার। এবার ২০২৫ সালেও কি একই জিনিসের পুনরাবৃত্তি হবে? সেটা অবশ্য সময়ই বলবে। যাইহোক, গরমকালে অনেকেই আছেন যারা AC কিনে ঘরে লাগান। আবার যাদের বাজেট কম তাঁরা EMI-তে এসি কেনেন। এমনিতে বাজার চলতি ভালো কোম্পানির এসি কিনতে গেলে ৩৫ থেকে ৪০ হাজার টাকা পড়ে যায়। এটা বেসিক দাম। তাও অনেকে আছেন যাদের পক্ষে এত দাম দিয়ে এসি কেনা সম্ভব হয় না। তবে চিন্তা নেই, এবার একদম নামমাত্র খরচে ঘর ঠান্ডা রাখার ডিভাইস কিনতে পারেন। যার দাম মাত্র ৫০০০ টাকা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
এসির পরিবর্তে বাজারে পাওয়া যাচ্ছে ৫০০০ টাকার একটি বিশেষ ডিভাইস যেটি কিনতে পারেন এবং আপনাকে গরম থেকে মুক্তি দিতে পারে। আসলে গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে আর্দ্রতাও বাড়ে। এসব ক্ষেত্রে মানুষ সাধারণত এয়ার কন্ডিশনারের ওপর নির্ভর করলেও এসি বেশ ব্যয়বহুল। তবে আপনি যদি খুব বেশি টাকা ব্যয় না করে আর্দ্রতা থেকে মুক্তি পেতে চান তবে এই বিশেষ ডিভাইসটি আপনার সমস্যার সমাধান করতে পারে।
এই ডিভাইসটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘরের আর্দ্রতা হ্রাস করে, ফ্যান এবং কুলারগুলি আগের চেয়ে আরও ভাল কাজ করতে সাহায্য করে। নিশ্চয়ই ভাবছেন কী এই যন্ত্র? আজ কথা হচ্ছে ডিহিউমিডিফায়ার সম্পর্কে। এর দাম অনেকটাই কম, অথচ এই ডিভাইসটি আপনাকে এসি না থাকার সমস্যার সমাধানও করে দেবে বৈকি।
১) এই সস্তা ডিভাইসটি আর্দ্রতা দূর করতে পারে, তাপ থেকে স্বস্তি সরবরাহ করে। এটি ফ্যান এবং কুলারের শীতল করার ক্ষমতা বাড়ায়।
২) তাছাড়া, এটি সস্তা এবং এয়ার কন্ডিশনারের তুলনায় কম বিদ্যুৎ খরচ করে। অতিরিক্তভাবে, এই ডিভাইসটি অ্যালার্জি থেকে রক্ষা করতে পারে।
জানা গিয়েছে, একটি ডিহিউমিডিফায়ারের দাম ৫০০০ টাকা থেকে শুরু হচ্ছে, যা এয়ার কন্ডিশনারগুলির তুলনায় অনেক সস্তা বিকল্প। আপনি এটি অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই কিনতে পারেন।
Techzere Electric Dehumidifier টি আপনি আমাজন থেকে ৪,৯৯৯ টাকায় কিনতে পারেন। এছাড়াও SHARP dehumidifier with Air Purifier আপনি আমাজন থেকে ৩৪,১৮৯ টাকায় কিনতে পারেন। আরও একটি বিকল্প রয়েছে যার দাম ১৩, ৪৮৯। HINISO Dehumidifier for Home, এটিও আপনি আমাজন থেকে কিনে নিতে পারেন।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.