লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Cricketer Arrest: বিপুল গাঁজাসহ গ্রেফতার KKR তারকার প্রাক্তন সতীর্থ | Kirton Arrested

Published on:

বিক্রম ব্যানার্জী,কলকাতা: গাঁজা রাখার অপরাধে KKR তারকার সাথে খেলা কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টনকে (Cricketer) গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, বার্বাডোসের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে 20 পাউন্ড অর্থাৎ 9 কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় এই তারকা ক্রিকেটারকে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

গাঁজা আইনি হওয়া সত্ত্বেও কেন গ্রেফতার হলেন নিকোলাস?

বেশকিছু রিপোর্ট অনুযায়ী, কানাডায় গাঁজা একেবারেই বেআইনি নয়। তবে দেশের আইন অনুযায়ী, সর্বোচ্চ 57 গ্রাম মাদকদ্রব্য সঙ্গে রাখা অপরাধ নয়, তবে জনসমক্ষে তা নিয়ে ঘুরে বেড়ানো কিংবা সঙ্গে রাখা সম্পূর্ণ বেআইনি। আর সেই আইন ভঙ্গের কাজটিই করেছিলেন নিকোলাস। খোঁজ নিয়ে জানা গেল, কানাডিয়ান তারকার কাছে নির্ধারিত পরিমানের চেয়ে 160 গুন গাঁজা পাওয়া গিয়েছে। আর সেই কারণেই তাঁকে তড়িঘড়ি গ্রেফতার করে পুলিশ।

READ MORE:  KKR 3 Weakness And Strength: শ্রেয়সকে হারিয়ে চাপে KKR, জেনে নিন নাইট রাইডার্সের ৩ শক্তি ও দুর্বলতা | Kolkata Knight Riders In IPL 2025

কী জানাল কানাডা ক্রিকেট?

বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্বদেশী অধিনায়কের এমন কীর্তিতে নাকি সত্যিই লজ্জিত কানাডা ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, নিকোলাসের বিরুদ্ধে সাম্প্রতিক যে অভিযোগ উঠেছে এবং তাকে আটকের বিষয় কানাডা ক্রিকেট বোর্ড অবিহিত। বর্তমানে এই গোটা বিষয় ক্রিকেট কানাডার পর্যবেক্ষণে রয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

জানা যাচ্ছে, গোটা ঘটনার ওপর কড়া নজর রেখেছে সে দেশের ক্রিকেট বোর্ড। সেই সাথে আগামী দিনে দেশের কোনও খেলোয়াড় যাতে এমন কীর্তি না ঘটান সেদিকেও নজর রাখা হবে বলেও প্রতিশ্রুতি মিলেছে।

READ MORE:  Mahatma Gandhi: ব্রাজিলের ফুটবলার মহাত্মা গান্ধী, বিশ্বজুড়ে হইচই | Brazilian Footballer Heberpio Mattos Pires

অবশ্যই পড়ুন: হার্দিক পান্ডিয়ার হাত ধরে তৈরি হল IPL-র নতুন ইতিহাস!

KKR তারকার সাথে খেলতেন নিকোলাস

অনেকেই হয়তো জানেন না, গাঁজা রাখার দায়ে গ্রেফতার হওয়া কানাডিয়ান ক্রিকেটার নিকোলাস কির্টন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকার তালাও য়াসের হয়ে 3টি ম্যাচ খেলেছিলেন। আর সেখানেই কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সাথে পরিচয় তাঁর। জানা যায়, তিনিও ওই দলেরই সদস্য ছিলেন। সূত্রের খবর, কানাডা ক্রিকেট দলের হয়ে খেলার আগে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-19 দলে খেলেছিলেন নিকোলাস।

READ MORE:  বরুণের কারণে KKR-এ থেকেও সুযোগ পাননি কুলদীপ, টিম ইন্ডিয়াতেও মুখোমুখি দুজনে
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.