বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 মরসুমে হাড়ভাঙ্গা পরিশ্রমের পরও ঘুরে দাঁড়াতে পারছে না চেন্নাই সুপার কিংস। এ যাত্রায় যেন বারংবার ব্যাকফুটে চলে যাচ্ছে মাহির দল। অন্যদিকে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এ সিজনের শুরুতেই হারের মুখে পড়েছিল। তবে বেঙ্গালুরুর পরাজয়ের খরা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেও পরক্ষণেই আবার শত্রুপক্ষের গোপন অস্ত্রে গুঁড়িয়ে গিয়েছে অজিঙ্কা রাহানের KKR।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
শুক্রবার, চেন্নাইয়ের ঘরের মাঠে আক্রমণ শানাবেন রিঙ্কু, রাসেলরা। এদিকে অধিনায়ক হিসেবে ফের দায়িত্ব গ্রহণের পর ধোনিও চাইছেন, প্রথম ম্যাচে (CSK Vs KKR) নাইটদের টোপ বানাতে। কাজেই দুই প্রতিদ্বন্দ্বীর জয়ে ফেরার লড়াইটা যে আজ হাড্ডাহাড্ডি হতে চলেছে একথা বলার অপেক্ষায় রাখে না। চলুন, ম্যাচ শুরুর আগে জেনে নিই দুই দলের হেড টু হেড পরিসংখ্যান।
জয়ে ফিরতে নীলনকশা বানাচ্ছেন ধোনি?
কনুইয়ের চোটের কারণে এ মরসুমে আপাতত আর খেলা হচ্ছে না ভারতীয় তারকা ঋতুরাজ গায়কোয়াড়ের। ফলত, অধিনায়ক ছিটকে যাওয়ায় শূন্যস্থান ভরাট করতে মাহির ওপরই ভরসা করেছে CSK। কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়ে দিয়েছেন, ঋতুরাজ চোটের কারণে ছিটকে গেছেন। এ মরসুমে আর খেলতে পারবেন না তিনি। তাই তাঁর অনুপস্থিতিতে দলের অধিনায়ক হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কোচ বলেন, আমাদের কাছে বেশ কিছু বিকল্প ছিল। তবে ধোনি যেহেতু নেতৃত্ব দিতে প্রস্তুত, তাই আমার দ্বিতীয় চিন্তা করিনি। এহেন আবহে, মাহি অধিনায়কের পূর্ণ ক্ষমতা হাতে পাওয়ার পরই চিন্তা বেড়েছে নাইট ভক্তদের। অনেকেই মনে করছেন, নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও শান্ত স্বভাবের মধ্যে দিয়েই শুক্রবার দলের জয়টা নিশ্চিত করবেন ধোনি। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জিততে চাইবেন মাহি। ফলত, সেভাবেই তৈরি হচ্ছে ছক।
KKR Vs CSK হেড টু হেড পরিসংখ্যান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এখনও পর্যন্ত মোট 30 বার সম্মুখ সমরে উপস্থিত হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। এই দীর্ঘ যাত্রায়, চেন্নাইয়ের মুখের হাসি চওড়া হয়েছে 19 ম্যাচে, অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স জিতেছে মাত্র 10 বার। বাকি একটি ম্যাচ অমীমাংসিত ছিল। কাজেই বিগত ম্যাচ পরিসংখ্যান অনুযায়ী, জয়ের নিরিখে আপাতত KKR-র থেকে অনেকটাই এগিয়ে CSK।
অবশ্যই পড়ুন: মাসে ৮ হাজার টাকা, প্রশিক্ষণ শেষে চাকরি! কেন্দ্রের এই প্রকল্পে সুনিশ্চিত হবে কেরিয়ার
উল্লেখ্য, এ মরসুমে এখনও পর্যন্ত জাত চেনাতে পারেননি চেন্নাই সুপার কিংসের ছেলেরা। আজ পর্যন্ত বিগত 5 ম্যাচের যাত্রায় মাত্র 1টি ম্যাচে জয় নিশ্চিত করেছে CSK। অন্যদিকে, চলতি মরসুমের প্রথম 5 ম্যাচের মাত্র দুটিতে জিতেছে কলকাতা। ফলত, এ মরসুমের হিসেব অনুযায়ী, আপাতত জয়ের নিরিখে চেন্নাইয়ের থেকে কিছুটা এগিয়ে রয়েছে কলকাতা। এখন দেখার, ঘরের মাঠে হারের খরা কাটিয়ে ধোনি, মরসুমের দ্বিতীয় জয় সুনিশ্চিত করতে পারেন কিনা।