CSK Vs RCB: RCB-র বিরুদ্ধে হেরে লজ্জার রেকর্ড গড়ল ধোনির CSK! | Shameful Record Of CSK
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ যেন নতুন ইতিহাসের সূচনা! বিগত মরসুমের যাবতীয় ব্যর্থতা ভুলে চেন্নাইয়ের (CSK) ঘরের মাঠে ঋতুরাজ গায়কোয়াড়দের গুঁড়িয়ে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মরসুমের শুরুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নাস্তানাবুদ করে সাফল্যের রাস্তা তৈরি করেছিলেন বিরাট কোহলিরা।
আর সেই রাস্তা ধরেই, শুক্রবার অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ের উঠোনে তাদের হারিয়েছে বেঙ্গালুরু। আর এই পরাজয়ের পর লজ্জার রেকর্ডে নাম জড়িয়েছে মহেন্দ্র সিং ধোনিদের। গতকাল RCB বাহিনীর বিপক্ষে সেভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি CSK-র কোনও ব্যাটারই। সেই সাথেই রয়েছে ছন্নছাড়া ফিল্ডিং, ক্যাচ মিস ও একাধিক ভুল পদক্ষেপ।
গতকাল ঘরের মাঠে টস জিতেও ভাগ্য ফেরাতে পারেননি ঋতুরাজ। ব্যাট হাতে তো ব্যর্থ হয়েছেনই, সেই সাথে দলের একজন দক্ষ নেতা হিসেবেও শুক্রবার মুখ থুবড়ে পড়েছিল তাঁর কৌশল। এদিন রাচিন রবীন্দ্রর 41 রানের ইনিংস ছাড়া আর কোনও ব্যাটারই বেঙ্গালুরুর বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারেননি।
রাহুল ত্রিপাঠি থেকে শুরু করে, ঋতুরাজ, দীপক হুডা, স্যাম কারান কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি এদিন। যদিও শেষের দিকে শিবম দুবে ও রবীন্দ্র জাদেজারা চেষ্টা করেছিলেন ঠিকই, তবে বেঙ্গালুরুর বোলিং তাঁদের মাঠে টিকে থাকতে দেয়নি। বলা ভাল, সেই মুহূর্তে ধোনি দূর্গ হয়ে না দাঁড়ালে বিরাট কোহলিদের সামনে একেবারে নাক কাটা যেত চেন্নাইয়ের।
এদিন 16 বলে 3টি চার ও দুটি ছয় সহযোগে 30 রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি মাহি। যার দরুণ শেষমেশ 50 রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল সুপার কিংসদের। আর এই পরাজয়ের পরই বেঙ্গালুরুর বিপক্ষে লজ্জার রেকর্ড তৈরি হয়েছে হলুদ ব্রিগেডের।
অবশ্যই পড়ুন: পিছিয়ে গেল KKR-র ম্যাচ! রামনবমীর বদলে চূড়ান্ত হল অন্যদিন, রইল তারিখ
ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, গতকাল একাধিক মিস ফিল্ডিং, মোক্ষম সময় ভুল পদক্ষেপ ও ব্যাটিং বিপর্যয়ের কারণেই হেরেছে চেন্নাই। আর সেই পথ ধরেই লজ্জার রেকর্ডে নাম জড়িয়েছে তাদের। হ্যাঁ, দীর্ঘ 17 বছরের খরা গতকালের ম্যাচেই কাটিয়ে উঠেছে বেঙ্গালুরু। শুক্রবারের ম্যাচে টানা 17 বছর পর চেন্নাইকে তাদের ঘরের মাঠে এভাবে হারালো RCB। যা মাহিদের জন্য শুধুই লজ্জার নয়, বরং অপমানেরও!
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ ম্যাচে মুম্বইয়ের হাতে বধ হয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। গতবারের ডিফেনডিং চ্যাম্পিয়নরা…
খুব তাড়াতাড়ি আইফোনের বেশ কয়েকটি মডেল বন্ধ করে দিতে পারে Apple। কারণ চলতি বছরের শেষের…
সম্প্রতি মাসিক নিরাপত্তা প্রতিবেদনের নতুন সংস্করণ প্রকাশ করেছে WhatsApp। যেখানে কোম্পানি জানিয়েছে যে, তারা ভারতে…
ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী…
শ্বেতা মিত্র, কলকাতাঃ নিজেদের কর্মকান্ডে আবারও একবার বিশ্বকে তাক লাগাল ইসরো (ISRO)। বলা ভালো, আরও…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর নিচ্ছেন বিরাট কোহলি? 2027 বিশ্বকাপ খেলেই কি ক্রিকেট থেকে বিদায়? নাকি…
This website uses cookies.