লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

CSK Vs RCB: RCB-র বিরুদ্ধে হেরে লজ্জার রেকর্ড গড়ল ধোনির CSK! | Shameful Record Of CSK

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ যেন নতুন ইতিহাসের সূচনা! বিগত মরসুমের যাবতীয় ব্যর্থতা ভুলে চেন্নাইয়ের (CSK) ঘরের মাঠে ঋতুরাজ গায়কোয়াড়দের গুঁড়িয়ে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মরসুমের শুরুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নাস্তানাবুদ করে সাফল্যের রাস্তা তৈরি করেছিলেন বিরাট কোহলিরা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আর সেই রাস্তা ধরেই, শুক্রবার অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ের উঠোনে তাদের হারিয়েছে বেঙ্গালুরু। আর এই পরাজয়ের পর লজ্জার রেকর্ডে নাম জড়িয়েছে মহেন্দ্র সিং ধোনিদের। গতকাল RCB বাহিনীর বিপক্ষে সেভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি CSK-র কোনও ব্যাটারই। সেই সাথেই রয়েছে ছন্নছাড়া ফিল্ডিং, ক্যাচ মিস ও একাধিক ভুল পদক্ষেপ।

READ MORE:  ISL 2024-25: ঘরের মাঠেই বধ কেরালা , লিগ শিল্ড জিততে আর কত পয়েন্ট দরকার মোহনবাগানের? | Mohun Bagan AC League Shield 

RCB-র বিরুদ্ধে লজ্জার রেকর্ড ধোনিদের

গতকাল ঘরের মাঠে টস জিতেও ভাগ্য ফেরাতে পারেননি ঋতুরাজ। ব্যাট হাতে তো ব্যর্থ হয়েছেনই, সেই সাথে দলের একজন দক্ষ নেতা হিসেবেও শুক্রবার মুখ থুবড়ে পড়েছিল তাঁর কৌশল। এদিন রাচিন রবীন্দ্রর 41 রানের ইনিংস ছাড়া আর কোনও ব্যাটারই বেঙ্গালুরুর বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারেননি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

রাহুল ত্রিপাঠি থেকে শুরু করে, ঋতুরাজ, দীপক হুডা, স্যাম কারান কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি এদিন। যদিও শেষের দিকে শিবম দুবে ও রবীন্দ্র জাদেজারা চেষ্টা করেছিলেন ঠিকই, তবে বেঙ্গালুরুর বোলিং তাঁদের মাঠে টিকে থাকতে দেয়নি। বলা ভাল, সেই মুহূর্তে ধোনি দূর্গ হয়ে না দাঁড়ালে বিরাট কোহলিদের সামনে একেবারে নাক কাটা যেত চেন্নাইয়ের।

READ MORE:  2025 Surrey Championship: দাম দেয়নি BCCI, এবার বিদেশে খেলতে যাচ্ছেন KKR-র এই প্রাক্তন প্লেয়ার | KS Bharat Got Chance In Surrey Championship

এদিন 16 বলে 3টি চার ও দুটি ছয় সহযোগে 30 রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি মাহি। যার দরুণ শেষমেশ 50 রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল সুপার কিংসদের। আর এই পরাজয়ের পরই বেঙ্গালুরুর বিপক্ষে লজ্জার রেকর্ড তৈরি হয়েছে হলুদ ব্রিগেডের।

অবশ্যই পড়ুন: পিছিয়ে গেল KKR-র ম্যাচ! রামনবমীর বদলে চূড়ান্ত হল অন্যদিন, রইল তারিখ

ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, গতকাল একাধিক মিস ফিল্ডিং, মোক্ষম সময় ভুল পদক্ষেপ ও ব্যাটিং বিপর্যয়ের কারণেই হেরেছে চেন্নাই। আর সেই পথ ধরেই লজ্জার রেকর্ডে নাম জড়িয়েছে তাদের। হ্যাঁ, দীর্ঘ 17 বছরের খরা গতকালের ম্যাচেই কাটিয়ে উঠেছে বেঙ্গালুরু। শুক্রবারের ম্যাচে টানা 17 বছর পর চেন্নাইকে তাদের ঘরের মাঠে এভাবে হারালো RCB। যা মাহিদের জন্য শুধুই লজ্জার নয়, বরং অপমানেরও!

READ MORE:  Rishabh Pant: দিল্লির ম্যাচে ব্যর্থতার জের, মালিক গোয়েঙ্কার জেরার মুখে ঋষভ পন্থ? | Pant Questioning By Goenka
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.