CSK Vs RCB: RCB-র বিরুদ্ধে হেরে লজ্জার রেকর্ড গড়ল ধোনির CSK! | Shameful Record Of CSK
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ যেন নতুন ইতিহাসের সূচনা! বিগত মরসুমের যাবতীয় ব্যর্থতা ভুলে চেন্নাইয়ের (CSK) ঘরের মাঠে ঋতুরাজ গায়কোয়াড়দের গুঁড়িয়ে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মরসুমের শুরুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নাস্তানাবুদ করে সাফল্যের রাস্তা তৈরি করেছিলেন বিরাট কোহলিরা।
আর সেই রাস্তা ধরেই, শুক্রবার অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ের উঠোনে তাদের হারিয়েছে বেঙ্গালুরু। আর এই পরাজয়ের পর লজ্জার রেকর্ডে নাম জড়িয়েছে মহেন্দ্র সিং ধোনিদের। গতকাল RCB বাহিনীর বিপক্ষে সেভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি CSK-র কোনও ব্যাটারই। সেই সাথেই রয়েছে ছন্নছাড়া ফিল্ডিং, ক্যাচ মিস ও একাধিক ভুল পদক্ষেপ।
গতকাল ঘরের মাঠে টস জিতেও ভাগ্য ফেরাতে পারেননি ঋতুরাজ। ব্যাট হাতে তো ব্যর্থ হয়েছেনই, সেই সাথে দলের একজন দক্ষ নেতা হিসেবেও শুক্রবার মুখ থুবড়ে পড়েছিল তাঁর কৌশল। এদিন রাচিন রবীন্দ্রর 41 রানের ইনিংস ছাড়া আর কোনও ব্যাটারই বেঙ্গালুরুর বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারেননি।
রাহুল ত্রিপাঠি থেকে শুরু করে, ঋতুরাজ, দীপক হুডা, স্যাম কারান কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি এদিন। যদিও শেষের দিকে শিবম দুবে ও রবীন্দ্র জাদেজারা চেষ্টা করেছিলেন ঠিকই, তবে বেঙ্গালুরুর বোলিং তাঁদের মাঠে টিকে থাকতে দেয়নি। বলা ভাল, সেই মুহূর্তে ধোনি দূর্গ হয়ে না দাঁড়ালে বিরাট কোহলিদের সামনে একেবারে নাক কাটা যেত চেন্নাইয়ের।
এদিন 16 বলে 3টি চার ও দুটি ছয় সহযোগে 30 রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি মাহি। যার দরুণ শেষমেশ 50 রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল সুপার কিংসদের। আর এই পরাজয়ের পরই বেঙ্গালুরুর বিপক্ষে লজ্জার রেকর্ড তৈরি হয়েছে হলুদ ব্রিগেডের।
অবশ্যই পড়ুন: পিছিয়ে গেল KKR-র ম্যাচ! রামনবমীর বদলে চূড়ান্ত হল অন্যদিন, রইল তারিখ
ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, গতকাল একাধিক মিস ফিল্ডিং, মোক্ষম সময় ভুল পদক্ষেপ ও ব্যাটিং বিপর্যয়ের কারণেই হেরেছে চেন্নাই। আর সেই পথ ধরেই লজ্জার রেকর্ডে নাম জড়িয়েছে তাদের। হ্যাঁ, দীর্ঘ 17 বছরের খরা গতকালের ম্যাচেই কাটিয়ে উঠেছে বেঙ্গালুরু। শুক্রবারের ম্যাচে টানা 17 বছর পর চেন্নাইকে তাদের ঘরের মাঠে এভাবে হারালো RCB। যা মাহিদের জন্য শুধুই লজ্জার নয়, বরং অপমানেরও!
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
This website uses cookies.