CSK Vs RR: অর্জুন পর্ব শেষ! এবার সাঙ্গাকারার প্রেমে মজেছেন মালাইকা? হইহই নেট পাড়ায় | Malaika And Sangakkara Were Spotted At CSK Vs RR Match
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষমেশ ক্রিকেট পাড়ায় মজলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা! অর্জুন কাপুরের সাথে বিচ্ছেদের পর এখন বয়সে ছোট প্রাক্তন ক্রিকেটারকে ডেট করছেন অভিনেত্রী? তলে তলে এতকিছু? গতকাল গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে চেন্নাই বনাম রাজস্থানের ম্যাচ(CSK Vs RR) দেখতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী মালাইকা।
এদিন তাঁকে রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারার সাথে ম্যাচ উপভোগ করতে দেখা যায়। আর সেই মুহূর্তের দৃশ্য ভাইরাল হতেই বলিউড অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া শুরু করেছেন নেট নাগরিকরা। ভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি সাঙ্গাকারা সাথে ডেটিং পর্ব চলছে অভিনেত্রীর?
রবিবার রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের হাই ভোল্টেজ ম্যাচ ছিল গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে ক্রিকেট গ্রাউন্ডে। এদিন সেই ম্যাচ দেখতেই রাজস্থানের জার্সি গায়ে সমর্থক হিসেবে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা।
রবিবাসরীয় ম্যাচ চলাকালীন অভিনেত্রীর পাশেই বসেছিলেন রাজস্থানের ক্রিকেট কোচ শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। গতকাল দুই পরিচিত মুখকে পাশাপাশি বসে দলের হয়ে চিয়ার আপ করতেও দেখা গিয়েছে। ডাগাউটের সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ফের গরম হাওয়া বইছে নেটপাড়ায়।
রবিবাসরীয় ম্যাচের নানান মোমেন্টামের মাঝে ডাগাউটে অভিনেত্রী মালাইকা অরোরা ও RR কোচ সাঙ্গাকারাকে একসাথে বসে দলের ম্যাচ উপভোগ করতে দেখা যায়। আর এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই কার্যত অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ঝড় বয়ে যাচ্ছে। নেট দুনিয়ায় বহুভক্তই প্রাক্তন লঙ্কান তারকার সাথে অভিনেত্রীকে স্টেডিয়ামে বসে থাকতে দেখে প্রশ্ন তুলছেন, তাহলে কি অর্জুনের পর এবার সাঙ্গাকারার প্রেমে মজলেন আরোরা?
কেউ আবার লিখেছেন, আর কত? এবার কি ক্রিকেট জগতে পা রাখলেন? নেট নাগরিকদের অধিকাংশই, অর্জুন কাপুরের প্রসঙ্গ টেনে অভিনেত্রীকে কটাক্ষ করে লিখেছেন, অর্জুন থাকাকালীনই কি এইসব করতেন? সব মিলিয়ে, গতকালের ম্যাচে চেন্নাইয়ের পরাজয়ের পাশাপাশি বলিউড অভিনেত্রী মালাইকার জীবন নিয়েও কার্যত ছেলে খেলা চলছে, নেট জগতে।
অবশ্যই পড়ুন: দলে জায়গা দেয়নি KKR, দিল্লির জার্সি গায়ে তুলেই ক্ষমতা বোঝালেন স্টার্ক
বলা বাহুল্য, অর্জুন ও মালাইকা দুজনেই জানিয়েছেন তারা অবিবাহিত। তবে প্রেম বিরহ সম্পর্কিত কোনও মন্তব্যই মুখ ফোসকায়নি কারোরই। দুই বলিউড তারকারই দাবি তাঁরা সিঙ্গেল।
ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে…
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
This website uses cookies.