লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

CSK Vs RR: অর্জুন পর্ব শেষ! এবার সাঙ্গাকারার প্রেমে মজেছেন মালাইকা? হইহই নেট পাড়ায় | Malaika And Sangakkara Were Spotted At CSK Vs RR Match

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষমেশ ক্রিকেট পাড়ায় মজলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা! অর্জুন কাপুরের সাথে বিচ্ছেদের পর এখন বয়সে ছোট প্রাক্তন ক্রিকেটারকে ডেট করছেন অভিনেত্রী? তলে তলে এতকিছু? গতকাল গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে চেন্নাই বনাম রাজস্থানের ম্যাচ(CSK Vs RR) দেখতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী মালাইকা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এদিন তাঁকে রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারার সাথে ম্যাচ উপভোগ করতে দেখা যায়। আর সেই মুহূর্তের দৃশ্য ভাইরাল হতেই বলিউড অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া শুরু করেছেন নেট নাগরিকরা। ভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি সাঙ্গাকারা সাথে ডেটিং পর্ব চলছে অভিনেত্রীর?

READ MORE:  IPL-এর ইতিহাসে প্রথম বাঙালি আম্পায়ার চন্দননগরের ছেলে! দেখা মিলবে আজকের ম্যাচেই | First Bengali On Field Umpire In IPL History

ম্যাচ দেখতে গুয়াহাটি গিয়েছিলেন মালাইকা

রবিবার রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের হাই ভোল্টেজ ম্যাচ ছিল গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে ক্রিকেট গ্রাউন্ডে। এদিন সেই ম্যাচ দেখতেই রাজস্থানের জার্সি গায়ে সমর্থক হিসেবে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

রবিবাসরীয় ম্যাচ চলাকালীন অভিনেত্রীর পাশেই বসেছিলেন রাজস্থানের ক্রিকেট কোচ শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। গতকাল দুই পরিচিত মুখকে পাশাপাশি বসে দলের হয়ে চিয়ার আপ করতেও দেখা গিয়েছে। ডাগাউটের সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ফের গরম হাওয়া বইছে নেটপাড়ায়।

READ MORE:  Lionel Messi: ভারতে আসছেন মেসি! খেলবেন কলকাতায়? ভাইরাল পোস্টে উত্তর খুঁজছে ভক্তরা | Messi Coming To India, Kolkata

কুমার সাঙ্গাকারার সাথে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা?

রবিবাসরীয় ম্যাচের নানান মোমেন্টামের মাঝে ডাগাউটে অভিনেত্রী মালাইকা অরোরা ও RR কোচ সাঙ্গাকারাকে একসাথে বসে দলের ম্যাচ উপভোগ করতে দেখা যায়। আর এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই কার্যত অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ঝড় বয়ে যাচ্ছে। নেট দুনিয়ায় বহুভক্তই প্রাক্তন লঙ্কান তারকার সাথে অভিনেত্রীকে স্টেডিয়ামে বসে থাকতে দেখে প্রশ্ন তুলছেন, তাহলে কি অর্জুনের পর এবার সাঙ্গাকারার প্রেমে মজলেন আরোরা?

কেউ আবার লিখেছেন, আর কত? এবার কি ক্রিকেট জগতে পা রাখলেন? নেট নাগরিকদের অধিকাংশই, অর্জুন কাপুরের প্রসঙ্গ টেনে অভিনেত্রীকে কটাক্ষ করে লিখেছেন, অর্জুন থাকাকালীনই কি এইসব করতেন? সব মিলিয়ে, গতকালের ম্যাচে চেন্নাইয়ের পরাজয়ের পাশাপাশি বলিউড অভিনেত্রী মালাইকার জীবন নিয়েও কার্যত ছেলে খেলা চলছে, নেট জগতে।

অবশ্যই পড়ুন: দলে জায়গা দেয়নি KKR, দিল্লির জার্সি গায়ে তুলেই ক্ষমতা বোঝালেন স্টার্ক

বলা বাহুল্য, অর্জুন ও মালাইকা দুজনেই জানিয়েছেন তারা অবিবাহিত। তবে প্রেম বিরহ সম্পর্কিত কোনও মন্তব্যই মুখ ফোসকায়নি কারোরই। দুই বলিউড তারকারই দাবি তাঁরা সিঙ্গেল।

READ MORE:  CSK Vs RCB: RCB-র বিরুদ্ধে হেরে লজ্জার রেকর্ড গড়ল ধোনির CSK! | Shameful Record Of CSK
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.