DA নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন
প্রীতি পোদ্দার, কলকাতা: DA বা মহার্ঘ ভাতা প্রসঙ্গ নিয়ে বারংবার বিক্ষোভ দেখিয়ে এসেছে রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ। দীর্ঘদিন ধরনা চলেছে রাজপথে। নবান্নে (Nabanna) ডেকে সেই সরকারি কর্মীদের সঙ্গে কথাও বলেছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি। এমনকি সুপ্রিম কোর্টে এখনও চলছে DA বৃদ্ধির মামলা। তবে এই আবহে অর্থনৈতিক বিশ্লেষকরা অনুমান করেছিলেন যে এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেটে ডিএ বাড়ানো হবে। আর সেটাই বাস্তবে রূপ নিল।
চলতি বছরের রাজ্য বাজেটের ঘোষণার সময় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের সরকারি কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। সেখানে তিনি ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন। অর্থাৎ আগে সরকারী কর্মীরা ১৪ শতাংশ হারে DA বা মহার্ঘ বড় পেতেন কিন্তু বর্তমানে সেই DA এর পরিমাণ আরও ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ তে। অর্থাৎ এবারে রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত যেখানে কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার তফাত ছিল ৩৯ শতাংশ। সেটি এখন নতুন করে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাংশ। আর এই আবহে আজ সেই মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রসঙ্গ তুলে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনল রাজ্য সরকার।
সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার, নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা মূল বেতনের ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন। তবে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি শুধু সরকারি কর্মীরাই উপভোগ করবেন তা নয়, এর পাশাপাশি রাজ্য সরকারের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও মূল পেনশনের ওপর ১৮ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এছাড়াও বিজ্ঞপ্তি মারফৎ এও জানা গিয়েছে যে আগামী ১ এপ্রিল থেকে দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের মজুরি ২২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এদিকে নবান্নের এই বিজ্ঞপ্তিতে শোরগোল পড়ে গিয়েছে সরকারি কর্মীদের মধ্যে। তাঁর উপর নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে , যারা ৫ম পে কমিশন অনুযায়ী পূর্ববর্তী বেতনক্রমে রয়েছেন, তাদের মহার্ঘ ভাতা ১৬১ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৭১ শতাংশ করা হয়েছে। আর যে সকল পেনশনভোগী এখনও রোপা ২০০৯ অনুযায়ী পেনশন পাচ্ছেন, তারাও এবার থেকে ১৭১ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। আর মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বেশ খুশি প্রশাসন। তাঁদের মতে, রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের সাথে হাত মিলিয়ে ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা? প্রতিবেশী দেশকে ফাঁপরে ফেলতে…
আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এই কার্ড ছাড়া কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়ে। আপনি…
সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা মেট্রোর (Kolkata Metro) পার্পল লাইন নাকি বিবাদী বাগে শেষ হচ্ছে না!…
সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৫ সালে দাঁড়িয়ে মাত্র ১০০০ টাকা মাসিক পেনশন! প্রবীণ নাগরিকদের সংসার কীভাবে…
দুনিয়ায় নানা দেশে সেল্ফ ড্রাইভিং বৈদ্যুতিক গাড়ির প্রচলন শুরু হয়েছে। এই দৌড়ে টিকে থাকতে চাই…
সম্প্রতি ভিএলএফ ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে একটি নতুন ইলেকট্রিক স্কুটারের আগমনের কথা জানিয়েছে। এই…
This website uses cookies.