DA বৃদ্ধির পর অতিরিক্ত ৪২ দিনের ছুটি! সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা
শ্বেতা মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employee) জন্য রইল বিরাট খবর। নতুন অর্থবর্ষ শুরু হতে না হতেই সরকারি কর্মীদের জন্য বিরাট বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এমনিতে সম্প্রতি ২% ডিএ বৃদ্ধি করেছে মোদী সরকার। এছাড়া ২০২৬ সালে অষ্টম বেতন পে কমিশন লাগু হবে বলেও অনুমোদন করেছে সরকার। কিন্তু এখানেই শেষ নয়, এবার সরকারি কর্মীদের আরও অতিরিক্ত ছুটি দেওয়ার ঘোষণা করা হল। নয় নয় করে একটানা ৪২ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা বলে ঘোষণা করা হল। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অঙ্গদানের জন্য সর্বোচ্চ ৪২ দিনের জন্য বিশেষ নৈমিত্তিক ছুটি পেতে পারেন। বুধবার লোকসভায় সরকার এই তথ্য দিয়েছে। কেন্দ্রীয় কর্মী প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এক প্রশ্নের লিখিত উত্তরে বলেন, “ভারত সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অঙ্গদানের জন্য সর্বোচ্চ ৪২ দিনের বিশেষ নৈমিত্তিক ছুটি নির্ধারণ করেছে।”
২০২৩ সালে কর্মী মন্ত্রকের জারি করা আদেশ অনুসারে, যখন এই বিধান ঘোষণা করা হয়েছিল, তখন দাতার অঙ্গ অপসারণের অস্ত্রোপচার অনুসারে, সরকারী নিবন্ধিত চিকিৎসা অনুশীলনকারী বা ডাক্তারের সুপারিশে সর্বাধিক ৪২ দিনের বিশেষ নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার কথা ছিল।
মন্ত্রী বলেন, হাসপাতালে ভর্তির দিন থেকে সাধারণত একবারে বিশেষ নৈমিত্তিক ছুটি নেওয়া যেতে পারে। আদেশ অনুসারে, প্রয়োজনে, সরকারী নিবন্ধিত চিকিৎসক বা ডাক্তারের সুপারিশে অস্ত্রোপচারের সর্বোচ্চ এক সপ্তাহ আগে এটি গ্রহণ করা যেতে পারে।
স্বাস্থ্য সুবিধা: সিজিএইচএস (কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প) এর অধীনে, সরকারি কর্মচারী এবং তাদের পরিবারগুলি সুলভ মূল্যে চিকিৎসা, ওষুধ এবং হাসপাতালে ভর্তির সুবিধা পান। অবসর গ্রহণের পরেও সিজিএইচএসের সুবিধা পাওয়া যেতে পারে।
চিকিৎসা ছুটি এবং মাতৃত্বকালীন সুবিধা: মহিলাদের ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি এবং পুরুষদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে দীর্ঘ চিকিৎসা ছুটির সুবিধা।
পেনশন এবং গ্র্যাচুইটি: সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের পর পেনশন, গ্র্যাচুইটি এবং পিএফ (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা পান। নতুন পেনশন প্রকল্পের (এনপিএস) অধীনে, প্রতি মাসে বেতন থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়, যা অবসর গ্রহণের পরে পেনশন আকারে দেওয়া হয়।
আবাসন ও ভ্রমণ সুবিধা: সরকারি কর্মচারীরা ছুটি ভ্রমণ ছাড় (LTC) এর অধীনে প্রতি ৪ বছর অন্তর বিমান/রেল ভ্রমণে ছাড় পান। সরকারি কোয়ার্টার বা বাড়ি ভাড়া ভাতা (HRA) সুবিধা প্রদান করা হয়।
শিক্ষা ও শিশু বৃত্তি: কর্মচারীদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তি এবং শিক্ষা ভাতা দেওয়া হয়। কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সরকারি কর্মচারীদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হয়।
বিশেষ ছুটি এবং উৎসব অগ্রিম: সরকারি কর্মচারীরা জাতীয় এবং গেজেটেড ছুটির পাশাপাশি অনেক বিশেষ ছুটি পান। উৎসবের সময় সুদমুক্ত অগ্রিম ঋণ নেওয়ার সুবিধা রয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে স্মার্টফোন (Smartphone) আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কল করার পাশাপাশি…
ক্যামেরার জন্য বরাবরই প্রশংসিত Oppo। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে যেতে চাইছে ব্র্যান্ডটি। সংস্থার আসন্ন Oppo…
প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছরের শুরুর দিকে জানুয়ারি মাসে পুরনো বালিঘাট ও বালিহল্টের মাঝের ব্রিজের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আমরা এতদিন সোনা (Gold), হীরা বা প্লাটিনামকে সব থেকে দামি জিনিস বলেই…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ই এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
মোটোরোলা শীঘ্রই মোটো এজ সিরিজের নতুন ফোন Motorola Edge 60 বাজারে আনতে চলেছে। লঞ্চের তারিখ…
This website uses cookies.