DA অতীত, আরও বড় সুখবর অপেক্ষা করছে সরকারি কর্মীদের জন্য
শ্বেতা মিত্র, কলকাতা: এই বছরেই ভাল খবর পেয়ে যেতে পারেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা, তাও আবার ডিএ (Dearness Allowance) নিয়ে। বিষয়টা এখনই নিশ্চিত না হলেও সুখবর পাওয়ার সম্ভবনা রয়েছে। সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ বিষয়টা DA সংক্রান্ত। ডিএ কবে বাড়ছে, কতটা বেতন বাড়বে, নতুন বেতন কমিশন কবে কার্যকর হতে পারে ইত্যাদি এক ঝাঁক প্রশ্ন এখন রয়েছে। উত্তর মিলতে পারে দ্রুত, রিপোর্টে উঠে এসেছে এমন সম্ভাবনার কথা।
ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠন করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। কিন্তু কমিশন কবে গঠন করা হবে সে ব্যাপারে এখনো কিছু বলা হয়নি। আর বলা হয়নি বলেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের মনে রয়ে গিয়েছে এক রাশ প্রশ্ন। মনে করা হয়েছিল বাজেট ২০২৫ ঘোষণা করার সময়েই হয়তো অষ্টম বেতন কমিশন গঠন করার ব্যাপারে কিছু ঘোষণা করা হবে। সেটাও হয়নি। ফলে প্রশ্ন রয়ে গিয়েছে।
সরকারের পক্ষ থেকে কমিশন গঠন করার ব্যাপারে কিছু না জানানোর পরেও রয়েছে ইতিবাচক খবর। সেটা হল এক্সপেন্ডিচার সেক্রেটারি মনোজ গোভিল সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলেছেন, “২০২৬ সালের এপ্রিল থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। তার আগে কমিশন গঠন হবে, সরকার সব অনুমোদন করতে পারে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, ডিওপিটি (কর্মী ও প্রশিক্ষণ বিভাগ) থেকে টার্মস অফ রেফারেন্স নিয়ে মতামত চেয়েছি। আমরা একবার তাঁদের মতামত জানতে পারলে টার্ম সঅফ রেফারেন্স ড্রাফট করা হবে। এরপর ক্যাবিনেটের কাছে এর জন্যে অনুমোদন চাওয়া হবে।
ডিএ বৃদ্ধি পেলে কর্মীদের পাশাপাশি যারা পেনশন পাচ্ছেন, তাঁরাও উপকৃত হবেন। ডিএ কতটা বৃদ্ধি হবে, সেটা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। এই ফিটমেন্ট ফ্যাক্টর হল একটা সংখ্যা, এটা যত বেশি হবে, কর্মী ও পেনশনভোগীরা ততো বেশি উপকৃত হবেন। এ প্রসঙ্গে জেনে রাখা ভালো, পেনশন এবং অন্যান্য সুবিধা কীসের ভিত্তিতে ঠিক করা হবে, তা নিয়ে আলোচনা করতে ১০ ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
আলোচনায় উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল ফর জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (এনসি জেসিএম)-এর স্থায়ী কমিটির কর্মীরা। কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা আশাবাদী যে এবার ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২-২.০৮ রেঞ্জে বাড়ানো হতে পারে। যদিও এটা চূড়ান্ত নয়। সিদ্ধান্ত নেবে সরকার।
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
This website uses cookies.