DA নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন
প্রীতি পোদ্দার, কলকাতা: DA বা মহার্ঘ ভাতা প্রসঙ্গ নিয়ে বারংবার বিক্ষোভ দেখিয়ে এসেছে রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ। দীর্ঘদিন ধরনা চলেছে রাজপথে। নবান্নে (Nabanna) ডেকে সেই সরকারি কর্মীদের সঙ্গে কথাও বলেছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি। এমনকি সুপ্রিম কোর্টে এখনও চলছে DA বৃদ্ধির মামলা। তবে এই আবহে অর্থনৈতিক বিশ্লেষকরা অনুমান করেছিলেন যে এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেটে ডিএ বাড়ানো হবে। আর সেটাই বাস্তবে রূপ নিল।
চলতি বছরের রাজ্য বাজেটের ঘোষণার সময় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের সরকারি কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। সেখানে তিনি ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন। অর্থাৎ আগে সরকারী কর্মীরা ১৪ শতাংশ হারে DA বা মহার্ঘ বড় পেতেন কিন্তু বর্তমানে সেই DA এর পরিমাণ আরও ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ তে। অর্থাৎ এবারে রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত যেখানে কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার তফাত ছিল ৩৯ শতাংশ। সেটি এখন নতুন করে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাংশ। আর এই আবহে আজ সেই মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রসঙ্গ তুলে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনল রাজ্য সরকার।
সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার, নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা মূল বেতনের ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন। তবে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি শুধু সরকারি কর্মীরাই উপভোগ করবেন তা নয়, এর পাশাপাশি রাজ্য সরকারের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও মূল পেনশনের ওপর ১৮ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এছাড়াও বিজ্ঞপ্তি মারফৎ এও জানা গিয়েছে যে আগামী ১ এপ্রিল থেকে দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের মজুরি ২২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এদিকে নবান্নের এই বিজ্ঞপ্তিতে শোরগোল পড়ে গিয়েছে সরকারি কর্মীদের মধ্যে। তাঁর উপর নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে , যারা ৫ম পে কমিশন অনুযায়ী পূর্ববর্তী বেতনক্রমে রয়েছেন, তাদের মহার্ঘ ভাতা ১৬১ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৭১ শতাংশ করা হয়েছে। আর যে সকল পেনশনভোগী এখনও রোপা ২০০৯ অনুযায়ী পেনশন পাচ্ছেন, তারাও এবার থেকে ১৭১ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। আর মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বেশ খুশি প্রশাসন। তাঁদের মতে, রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
২৪ ঘণ্টার মধ্যে ৫ ঘণ্টা চলে যায় শুধু মোবাইল ঘাঁটাতেই। এই অভ্যাসের ফলে উৎপাদনশীলতা কতটুকু?…
গরিলা গ্লাস সেরামিক ১ মিটার উপর থেকে ১০ বার নীচে পড়ে টিকে গিয়েছে৷ মটোরোলা প্রথম…
Vivo X200 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিলে লঞ্চ লঞ্চ হতে চলেছে। এই অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে…
লাভা অ্যানিভার্সারি সেলটি কোম্পানির অফিসিয়াল ই-স্টোর এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন, ফ্লিপকার্টে ৩০ মার্চ অনুষ্ঠিত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৯শে মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভিভো টি৪এক্স ৫জি স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৪,৯৯৯ টাকায় লঞ্চ…
This website uses cookies.