DA-র আগেই বাড়বে প্রভিডেন্ট ফান্ডের সুদ? EPFO নিয়ে আসছে সুখবর
শ্বেতা মিত্র, কলকাতা: বাজেটে মধ্যবিত্ত পরিবারকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্র সরকার। অষ্টম বেতন কমিশন গঠন করার ব্যাপারেও দেওয়া হয়েছে ছাড়পত্র। এরপর সরকার নিতে পারে আরো বড় সিদ্ধান্ত। বাড়িয়ে দেওয়া হতে পারে প্রোভিডিয়েন্ট ফান্ডের সুদের হার (Provident Fund Interest Rates)! এর আগেও একাধিকবার সুদের হার বাড়িয়েছে সরকার। আরও একবার PF-র সুদের হার বাড়তে পারে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার বেতনভোগী শ্রেণির জন্য একটি বড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যার ফলে দেশের কোটি কোটি কর্মচারী সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে চাকুরিজীবীদের একাংশ আশা করছেন, কেন্দ্রীয় সরকার শীঘ্রই EPFO-তে জমা হওয়া টাকার উপর সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। যদিও নিশ্চিতভাবে কোনো কিছু বলার সময় এখনও আসেনি। পিএফের সুদের হার বাড়ানো হবে, এই মর্মে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনরকমের আভাস কিংবা ঘোষণা করা হয়নি। ফেব্রুয়ারির ২৮ তারিখে একটা বৈঠক আছে।
EPFO-এর এই বোর্ড মিটিংয়ে কী নিয়ে আলোচনা হতে পারে, সম্ভাব্য সিদ্ধান্ত ইত্যাদি বিষয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। এই বৈঠকেই ফান্ডের সুদের হার বৃদ্ধির বিষয়ে জরুরি কোনো সিদ্ধান্ত নেওয়া হলেও হতে পারে, এমন সম্ভবনার কথাও ইতিমধ্যে শোনা যাচ্ছে। ২০২৩-২৪ সালে কেন্দ্র সরকার প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ০.১০ শতাংশ বৃদ্ধি করেছিল ৷ এর ফলে বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ৮.২৫ শতাংশ হয়েছে।
এর আগেও সুদের হার বাড়িয়েছিল সরকার। তাহলে এবারেও কি একই পথে হাঁটবে কেন্দ্রীয় সরকার? ফের ০.১০ শতাংশ সুদের হার বৃদ্ধির সম্ভবনা আপাতত উড়িয়ে দিতে চাইছেন না কর্মচারীদের একটা অংশ।
প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি দিনগুলির মত গত ২২ এপ্রিল, মঙ্গলবারেও কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত…
ওটিটি প্ল্যাটফর্মে সাহসী এবং ব্যতিক্রমী কনটেন্টের চাহিদা বাড়ছে। এই ধারার মধ্যেই উল্লু অ্যাপে সম্প্রতি মুক্তি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রচুর শূন্যপদে…
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
This website uses cookies.