DA Update: ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা দিতে খরচ ১০ হাজার কোটি! কবে আসবে কর্মীদের অ্যাকাউন্টে?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে চর্চা তুঙ্গে। মোদী সরকারের আমলে এখনো পর্যন্ত এই বকেয়া পরিশোধ করা হয়নি, যার ফলে অসন্তোষ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে।

বেতন বাড়বে, তবে কবে?

কেন্দ্র ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের সুপারিশ করেছে, যা ২০১৬ সাল থেকে কার্যকর হতে পারে। তবে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ৩০-৩২ হাজার কোটি টাকা ব্যয় হবে।

READ MORE:  Mobile Recharge Price: চাপ পড়তেই বাপ বাপ! নয়া নিয়ম আসতেই একধাক্কায় রিচার্জের দাম কমাল Airtel-Jio | Airtel Jio Reduced Voice Only Recharge Plan Prices

কে উপকৃত হবেন?

নতুন বেতন কমিশন লাগু হলে প্রায় ৫০ লক্ষ সরকারি কর্মী ও ৬৫ লক্ষ পেনশনভোগী কর্মচারী উপকৃত হবেন।

১৮ মাসের বকেয়া ডিএর বর্তমান অবস্থা

কোভিড মহামারির সময় ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের তিন কিস্তির ডিএ বকেয়া রয়ে গেছে। সম্প্রতি সরকারি কর্মীদের পক্ষ থেকে কেন্দ্রের কাছে এই ডিএ মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

READ MORE:  পায়ের ধুলো পড়েছিল নেতাজির, এবার উত্তরবঙ্গের এই জরাজীর্ণ স্টেশনকে নতুন রূপে সাজাচ্ছে রেল

কেন্দ্রীয় সরকারের অবস্থান

এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার বকেয়া ডিএ নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। কয়েক মাস আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছিলেন, বকেয়া ডিএ নিয়ে এখনো কোনো পরিকল্পনা নেই।

নতুন পে কমিশন চালু হলে কী হবে?

যদি নতুন পে কমিশন চালু হয়ে যায়, তবে বকেয়া ডিএ আর পাওয়া যাবে না। এমনকি ৩ শতাংশ হারে ডিএ মঞ্জুর করা হলেও কেন্দ্রের খরচ হবে প্রায় ৯-১০ হাজার কোটি টাকা।

READ MORE:  একসঙ্গে ১০টা রুটি বানানো যায় প্রেসার কুকারে, এই উপায় জানলে মুশকিল আসান

বেতন বৃদ্ধি কতটা হবে?

নতুন বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ৫১ হাজার টাকা বা তারও বেশি হতে পারে।

এখন প্রশ্ন একটাই—বকেয়া ডিএ কর্মীদের অ্যাকাউন্টে কবে ঢুকবে? কেন্দ্রের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা।

Scroll to Top