লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

DA না বাড়লেও রাজ্যের সরকারি কর্মীদের লাভ, হিসেব বুঝিয়ে দিলেন খোদ নেতা

Published on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ বাজেট ২০২৫-এ মাস্টারস্ট্রোক দিয়েছেন কেন্দ্রীয় নির্মলা সীতারমন। সরকারি কর্মীদের ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেটের এই ঘোষণা কর্মীদের যারপরনাই খুশি করেছে বলাই বাহুল্য। কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতো রাজ্য সরকারের কর্মীরাও কি সমানভাবে লাভবান হবেন? এই প্রশ্ন উঠছে কারণ কেন্দ্র সরকার ও রাজ্য সরকারি কর্মী বেতনে তারতম্য।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

কেন্দ্র-রাজ্যের বেতন ফারাক

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের জন্য সবুজ সংকেত দিয়েছে। পশ্চিমবঙ্গে এখনও চালু রয়েছে ষষ্ঠ বেতন পে কমিশন। ফলত দুই সরকারি কর্মীদের বেতনের পার্থক্য অনেকটাই। নতুন বেতন কমিশন চালু করার জন্য রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘ দিন ধরে কোর্ট কাছারি করছেন। সুরাহা এখনও হয়নি। এবার আসা যাক আসল প্রশ্নে। বাজেট ২০২৫ এ ঘোষিত কর ছাড় রাজ্য সরকারি কর্মীদের সাহায্য করবে কি না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

READ MORE:  রামনবমীর উৎসবে জোটবদ্ধ হচ্ছে হিন্দু মুসলমান! অশান্তির মাঝে সম্প্রীতির বার্তা মালদায়

ফের বিস্ফোরক মলয় মুখোপাধ্যায়

তিনি তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে বুঝিয়েছেন, “একজন কেন্দ্রীয় কর্মচারী (০১.০১.২৪) ৫০,০০০ টাকা বেসিকে ডিএ সহ অনান্য ভাতা যোগে মোট বেতন গিয়ে দাঁড়ায় ১,২০,০০০ টাকা৷ শিক্ষাভাতা বাদে করযুক্ত মাসিক আয় ১,১১,০০০ টাকা৷ ১২ মাসে গিয়ে দাঁড়ায় ১৩,৩২,০০০ টাকা এতদিন ৭,৫০,০০০ ব্যতীত বাকি টাকার উপর কেন্দ্রীয় কর্মীটিকে কর দিতে হতো৷ এবার ০১.০৪.২৫ থেকে ১২,৭৫,০০০ ব্যতীত কর দিতে হবে৷”

READ MORE:  কেন্দ্রের আরও এক নয়া প্রকল্প! মিলবে ৩০,০০০ টাকার ক্রেডিট কার্ড, কীভাবে পাবেন?

এরপর রাজ্য সরকারি কর্মীদের বেতনের হিসেব দিয়ে তিনি তাঁর পোস্টে লিখেছেন, “ওই একই বেসিকে ০১.০১.২৪ রাজ্য কর্মীটির মোট বেতন ৭৩,২০০ টাকা৷ ১২ মাসে গিয়ে দাড়াঁয় ৮,৭৮,০০০ টাকা৷ এখন তাকে ৭,৫০,০০০ টাকা কর ব্যতীত ১,২৮,০০০ উপর কর দিতে হচ্ছে ৷ আগামী ০১.০৪.২৫ থেকে তিনি আর করের আওতায় থাকবেন না৷” তাহলে কী লাভ হল? মলয় বলছেন, “৭ম বেতন কমিশনে বেতন বৃদ্ধি হলেও তাকে সহ্য করার মতো কর দিতে হতে পারে৷ ফলে কেন্দ্র ও রাজ্য উভয় কর্মচারীদের অনেকটাই লাভ৷”

READ MORE:  বালোচিস্তানে ভয়ঙ্কর হামলা, বিরাট বিস্ফোরণে উড়ল পাক সেনার গাড়ি, মৃত একাধিক
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.