Dance Video: বাঙালি যুবতীর সাহসিকতায় নিয়ন্ত্রণ হারালেন নেটিজেনরা, ভিডিও দেখে সবাই বলছেন-“সুপার হট”

সোশ্যাল মিডিয়ার এই যুগে দাঁড়িয়ে প্রত্যেকেই নাম লিখিয়েছেন ভাইরাল হওয়ার প্রতিযোগিতায়। যেখানে এক দশক আগে বিনোদন জগতে শুধুমাত্র বলিউডের হাতে গোনা কয়েকজন অভিনেতা-অভিনেত্রীদের রাজত্ব ছিল, সেখানে আজ ইন্টারনেটের সহজলভ্যতা এবং ডিজিটাল প্লাটফর্মের উপস্থিতিতে প্রতিমুহূর্তে সাহসিকতা দেখিয়ে সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছেন ভারতের সেক্সি যুবতীরা। হরিয়ানার সাহসী যুবতীদের হাত ধরে উত্তপ্ত নাচের ভিডিওর যাত্রা শুরু হলেও বর্তমানে ভারতের সমস্ত যুবতীরা নাম লিখিয়েছেন এই তালিকায়। যারা ভাইরাল হওয়ার জন্য সাহসিকতার সমস্ত সীমা অতিক্রম করতেও দ্বিধাবোধ করছেন না।

READ MORE:  ১৩ বছর বয়সে আদালতের দ্বারস্থ অভিষেক-ঐশ্বর্যা কন্যা আরাধ্যা! কে প্রতারণা করলো তার সঙ্গে?

ইন্টারনেটে যুবতীদের সাহসিকতা

আমরা আপনাদের বলি, ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে প্রতিমুহূর্তে হাজার হাজার ভিডিও ভাইরাল হলেও চোখের পলকে ভাইরাল হয়ে পড়ে ভারতীয় যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিওগুলি। বিশেষ করে, সংক্ষিপ্ত ড্রেসে সাহসিকতার চরম সীমা উত্তীর্ণ করা ভারতীয় যুবতীদের ভিডিওগুলি ভাইরাল হয় চোখের পলকে। একথা বলা যেতেই পারে, বলিউডের হাতে গোনা কয়েকটি সিনেমার বাইরে বিনোদন জগতের নতুন সংযোজন ভারতীয় যুবতীদের উত্তপ্ত ডান্সের চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। বিশেষ করে যুবকরা এই সমস্ত সাহসী নাচের ভিডিওগুলি উপভোগ করেন লাইন দিয়ে।

READ MORE:  একা পূণ্য অর্জন করব? নিজের পোষ্যকে নিয়ে মহা কুম্ভের জলে ডুব তরুণের! ভাইরাল ভিডিও

পায়েল ভৌমিকের সাহসী ডান্স

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে ডিজিটাল প্লাটফর্মে রীতিমতো ভাইরাল হচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় গান তথা “আজ কি রাত মাজা লেজিয়ে”। যে গানে ইতিমধ্যে হাজার হাজার যুবতী শর্ট ভিডিও তৈরি করে ভাইরাল হয়েছেন ইন্টারনেটে। তবে পায়েল ভৌমিকের উত্তপ্ত নাচ বর্তমানে ঘাম ঝরাচ্ছে বিনোদনপ্রেমীদের। ইন্টারনেটে ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে বাঙালি যুবতী পায়েলকে শর্ট ড্রেসে একের পর এক হট স্টেপ করতে দেখা গেছে। যা বর্তমানে ঘাম ঝরাচ্ছে বিনোদনপ্রেমীদের। নিরিবিলিতে বসে আপনার অবসর সময় উদযাপন করতে চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিন পায়েলের চরম সাহসিকতা-

READ MORE:  বাড়ির ছাদে সাদা কালো শাড়িতে মর্ডান ড্যান্স বৌদির, থমকে গেল মানুষের চোখ

Scroll to Top