লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

David Miller Sets World Record: ম্যাচ হেরেও ভাঙলেন ভারতীয় কিংবদন্তির রেকর্ড! টুর্নামেন্ট থেকে ফুটেও বিশ্বজয়ী মিলার? | David Miller Breaks Sehwag’s Record

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার সেমির মঞ্চে অনবদ্য ক্রিকেট দেখিয়ে রানের পাহাড়ে চড়ে বসেছিলেন কিউইরা। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারের পর নিউজিল্যান্ডের এই ইনিংস ছিল ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ। আর সেই ধাপেই বাজিমাত করে দিয়েছে মিচেল স্ট্যান্টনারের দল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এদিন কিউই বাহিনীর বিরাট লক্ষ্যে থাবা বসাতে ব্যর্থ হলেও দলের হয়ে অপরাজিত শতরান হাঁকিয়েছেন ডেভিড মিলার (David Miller)। তবে আমরণ চেষ্টা করেও দলের জয়ের কারণ হয়ে উঠতে পারেননি তিনি। সূত্র বলছে, চোকার্স তকমা গায়ে সেঁটে মিনি বিশ্বকাপ থেকে বিদায় নিলেও মিলারের গতকালের ইনিংস গুঁড়িয়ে দিয়েছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের 23 বছর আগেকার রেকর্ড।

READ MORE:  BCCI On Rohit Sharma: চ্যাম্পিয়নস ট্রফিই শেষ, রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI | BCCI May Be Take A Big Decision About Rohit Sharma

অপরাজিত থেকেও জেতেনি দল

বুধবার লাহোরের ময়দানে যখন কিউই বাহিনীর বিরাট রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতাটা লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল ঠিক সেই সময়ে গন্তব্যে কিছুদূর এগিয়েই সাজঘরে ফিরছিলেন প্রোটিয়া ব্যাটাররা। এমতাবস্থায় দলের দুঃসময়ে ভরসার কাঁধ হয়ে ওঠেন তারকা ক্রিকেটার ডেভিড মিলার। স্নায়ুর চাপ সামলে এদিন নিউজিল্যান্ডকে ব্যাটের ঝোড়ো হাওয়া দেখিয়ে একের পর এক চার-ছয় সহযোগে শতরান হাঁকিয়ে ফেলেন মিলার।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তবে অপরাজিত থেকে সেঞ্চুরির দরজায় কড়া নাড়বেন ঠিক সেই সময়েই ফুরিয়ে গিয়েছে ওভার। নির্ধারিত 50 ওভারের খেলা শেষেও জয় হয়নি দক্ষিণ আফ্রিকার। তবে সেই দুঃখ বুকে বেঁধেও মুখের হাসি চওড়া রেখেছিলেন মিলার। আর সেই হাসিই বলে দিচ্ছিল দল হেরেছে ঠিকই কিন্তু তাঁর ইনিংস ছিল অপরাজেও। হ্যাঁ, এদিন মাত্র 67 বলে 100 রান করেছন মিলার। আর তাতেই গড়ে ফেললেন বিশ্ব রেকর্ড!

READ MORE:  Champions Trophy 2025: বিরাট ফাঁদ পাতলেন রোহিত-গম্ভীর! এই চালেই চ্যাম্পিয়নস ট্রফি জিতবে ভারত? | Rohit Sharma, Gautam Gambhir Planing

সেহবাগের 23 বছর আগেকার রেকর্ড গুঁড়িয়ে দিলেন মিলার

গতকাল স্বপ্নভঙ্গের ম্যাচে মিলারের দুরন্ত ইনিংস ফের যেন নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এদিন বাভুমাদের দলের নায়ক মিলারের হাত ধরেই গুঁড়িয়ে যায় ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের 23 বছর আগেকার রেকর্ড।

হ্যাঁ, 2002 সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র 77 বলে শতরান গড়েছিলেন সেহবাগ। এতদিন সেটিই ছিল চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। তবে বুধবার নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়েও ভারতীয় তারকার রেকর্ড ভেঙে মিনি বিশ্বকাপের মঞ্চে নতুন রেকর্ড বেঁধে দিয়েছেন মিলার। কাজেই বলা যায়, স্বপ্নভঙ্গের ম্যাচে বিশ্ব রেকর্ড করেছেন প্রোটিয়াদের নায়ক।

অবশ্যই পড়ুন: পান্ডিয়ার চোট, না চাইলেও ফাইনালে হতে পারে দুটি বদল! দেখুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

উল্লেখ্য, সেহবাগের রেকর্ড ভাঙার পাশাপাশি গতকালের ইনিংস দিয়ে মিলার দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটার হয়ে উঠেছেন যিনি আইসিসি ইভেন্টের নকআউটে দুটি শতরান হাঁকালেন। এর আগে 2023 ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে সেঞ্চুরি গড়েছিলেন মিলার। রিপোর্ট বলছে, ডেভিড মিলারের আগে এই রেকর্ড ছিল হার্সেল গিবস ও জ্যাক কালিসের দখলে।

READ MORE:  Threatening Calls To KKR Player: KKR তারকাকে ফোন করে হুমকি! ভারতে না আসার হুঁশিয়ারি? ফাঁস হল সব | Varun Received Threat Calls
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.