লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

DeepSeek AI প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারির সঙ্গে বাজারে আসছে Infinix Note 50 সিরিজ | Infinix Note 50 Pro Plus TUV Certification Reveals

Published on:

Infinix Note 50 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে ৩রা মার্চ লঞ্চ হতে চলেছ। এটি প্রায় ১ বছর পুরনো Infinix Note 40 লাইনআপকে রিপ্লেস করবে। সংস্থার ইন্দোনেশীয় শাখা তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে নতুন ফোনগুলির প্রচার শুরু করেছে। ইতিমধ্যেই একটি মডেলের রিয়ার ক্যামেরা মডিউলের এক ঝলক দেখানো হয়েছে। আর এখন সম্ভাব্য Infinix Note 50 ও Note 50 Pro+ টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন পেয়েছে বলে খবর সামনে এসেছে।

READ MORE:  ভারতীয়দের উপহার Samsung এর, Galaxy S25 সিরিজের ফোনের সাথে বিশেষ সুবিধা

TUV সার্টিফিকেশন Infinix Note 50 ও Note 50 Pro+ সম্পর্কে যা প্রকাশ করল

৯১মোবাইলসের প্রতিবেদন অনুযায়ী, ইনফিনিক্সের দুটি নতুন স্মার্টফোন X6858 ও X6856 মডেল নম্বর সহ TUV Rheinland সার্টিফিকেশন পেয়েছে। যদিও লিস্টিংয়ে মার্কেটিং বা অফিসিয়াল নাম উল্লেখ করা হয়নি, তবে এগুলো Infinix Note 50 এবং Note 50 Pro+ বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, পূর্বে X6858 ও X6856 মডেল নম্বরের এই দুই ফোন আমেরিকার FCC-এর ছাড়পত্র পেয়েছে।

READ MORE:  Vivo ও iQOO সেরা ফোন বাজারে আনছে, চার্জের চিন্তা কমাবে 7,600mah ব্যাটারি

টিউভি-র লিস্টিং অনুযায়ী, Infinix Note 50 (X6858) ফোনটিতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যেখানে Note 50 Pro+ (X6856) মডেলটির ব্যাটারির ক্ষমতা ৫০৮০ এমএএইচ। তুলনাস্বরূপ, গত বছর লঞ্চ করা Infinix Note 40 5G এবং Note 40 Pro+ স্মার্টফোন দুটি যথাক্রমে ৫,০০০ এমএএইচ ও ৫,০৮০ এমএএইচ ব্যাটারি সেল অফার করে।

Infinix Note 50 সিরিজে DeepSeek R1 ইন্টিগ্রেশন

জিএসএমএরিনা জানিয়েছে যে Infinix Note 50 সিরিজে DeepSeek R1 ইন্টিগ্রেশন থাকবে। এই ডিপসিক R1 ইনফিনিক্সের ফোলাক্স ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে ইন্টিগ্রেট হবে। এটি অভ্যন্তরীণ সার্চ এবং ভয়েস কমান্ডগুলি ভালভাবে পরিচালনা করেছে এবং অনুরোধগুলি দ্রুত বুঝতে সক্ষম হচ্ছে বলে দাবি করা হয়েছে। এই ইন্টিগ্রেশন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ২৬শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল ঘোষণা করা হবে।

READ MORE:  Deekseek R1: আজ লঞ্চ হচ্ছে Infinix Note 50 সিরিজ, ডিপসিক এআই, দুর্দান্ত ক্যামেরা সহ থাকবে ওয়্যারলেস চার্জিং | Infinix Note 50 Series Launch Today

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.