Deepseek R1: কীভাবে কাজ করে Deepseek, গোটা বিশ্বে তোলপাড় ফেলা এই AI কী কী কাজ করতে পারে? | Chinese AI DeepSeek Challenges ChatGPT and NVIDIA See How to Use
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত কয়েক বছরে মানুষের কাজের সময় বাঁচাতে হাজির হয়েছে একাধিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার। এর মধ্যে সবচেয়ে ChatGPT, Google Gemini এর জনপ্রিয়তা অনেকটাই বেশি। যদিও বাজারে আরও একাধিক এআই ছিল তবে তারা এতটা ক্ষমতাশালী ছিল না। তবে এইবার আমেরিকা ও ইউরোপকে টেক্কা দিয়ে গোটা বিশ্বের নজর কেড়েছে চীনের এআই চ্যাটবট Deepseek।
প্রকাশ্যে আসার পর থেকেই NVDIA এর মত আমেরিকান দৈত্যাকার কোম্পানির শেয়ারের দামে ধস নামিয়ে দিয়েছে। জানলে অবাক হবেন এক দিনেই NIVIDA এর ৬০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে কি এই Deepseek? কী কী কাজ করা সম্ভব এই অ্যাডভ্যান্স চ্যাট বটের মাধ্যমে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
চিনের এক সাধারণ পরিবারের ছেলে লিয়াং ওয়েনফে। তিনিই ডিপসিকের সিইও ও প্রতিষ্ঠাতা। প্রাথমিকভাবে প্রথাগত শিক্ষা শেষ করার পর আইরটিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা শুরু করেন। এরপর সেই ক্ষেত্রেই কাজ শুরু। ২০১৩ সালে হ্যাংজু ইয়াকেবি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট তৈরী করেন। এর ২ বছর পর ২০১৫ সালে ঝেজিয়াং জিউহাং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি চালু করেন। এখানেইশেষ নয় ২০১৯ সালে তৃতীয় কোম্পানি হাই-ফ্লাইয়ার AI চালু করেন, যেটা ১০ বিলিয়ন ইউয়ানেরও বেশি টাকার ব্যবসা করে।
এতকিছু করার পর ২০২৩ সালে শুরু হয় Deepseek। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে জটিল কাজ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা AGI এর উপর কাজ করেই তৈরী করা হয় ডিপসিক। তবে এক্ষেত্রে অবাক করার বিষয় হল বর্তমানের লেটেস্ট এআই মডেল নয় বরং পুরোনো ও সস্তার H800 GPU ব্যবহার করেই AI মডেলের ট্রেনিং শুরু হয়। জানা যাচ্ছে, ৫০,০০০ H800 GPU দিয়ে চলে ট্রেনিং, যার খরচ ছিল ৬০ লক্ষ ডলার। প্রথমে শুনে এই টাকাটা বিশাল মনে হলেও, আদতে AI এর দুনিয়ায় এই টাকা কিছুই নয়। কারণ ChatGPT তৈরির জন্য এর তুলনায় ১০ গুণ বেশি খরচ হয়েছিল। তাও আবার লেটেস্ট মডেলের H100 Tensor Core GPU এর সাথে।
নতুন এই AI এর R-1 ভার্সন ইতিমধ্যেই বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে। যা প্রথম দিন থেকেই বিশ্বের সমস্ত দেশে শিরোনামে উঠে এসেছে। বর্তমানে বাজারের নামিদামি AI কোম্পানিগুলিকে রীতিমত চ্যালেঞ্জ করছে Deepseek। আপনিও কি এটা ব্যবহার করতে চান? তাহলে গুগুলে Deepseek লিখে সার্চ করলেই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। কোম্পানির ওয়েবসাইটে যাওয়ার পর ‘Start Now’ অপশনে ক্লিক করলেই রেজিস্ট্রিশনের পেজ খুলে যাবে। সেখানে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে বা গুগুল ইমেলের মাধ্যমে সাইন আপ করে নেওয়া যাবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.