লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

DOOGEE U11 Pro Tablet: ৩০ জিবি র‌্যামের সাথে অতি সস্তায় লঞ্চ হল দুর্ধর্ষ ট্যাবলেট, রয়েছে বাহুবলী ব্যাটারি | DOOGEE U11 Pro Tablet Launched

Published on:

DOOGEE সম্প্রতি তাদের নতুন ট্যাবলেট DOOGEE U11 Pro লঞ্চ করল। এটি ছাত্র, পেশাদার, গেমার কিংবা ক্রিয়েটিভ ব্যবহারকারীদের জন্য আদর্শ হবে বলে কোম্পানি দাবি করেছে। এতে আছে ২৪ জিবি ভার্চুয়াল র‌্যাম, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ইউনিসক প্রসেসর ও ৮৫৮০ এমএএইচ ব্যাটারি। আসুন এই ট্যাবের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

READ MORE:  বড় খবর: ব্যান হওয়া ৩৬টি চীনা অ্যাপ ফেরত এল ভারতে, TikTok আছে লিস্টে?

DOOGEE U11 Pro ট্যাবলেটের দাম

নয়া এই পাওয়ারফুল ট্যাবের দাম রাখা হয়েছে মাত্র ১৭৯.৯৯ ডলার (প্রায় ১৫,৫০০ টাকা)। এটি অ্যামাজন থেকে আরও সস্তায় কেনা যাবে। এই ট্যাবের সাথে ব্লুটুথ কীবোর্ড, মাউস, স্টাইলাস ও একটি লেদার কেস‌ পাওয়া যাবে। এটি ইনফিনিট ব্ল্যাক, গ্যালাকটিক গ্রে ও নোভা ব্লু কালার অপশনে এসেছে।

DOOGEE U11 Pro ট্যাবলেটের স্পেসিফিকেশন ও ফিচার

DOOGEE এর এই ট্যাবলেটে আছে ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম ও ২৪ জিবি ভার্চুয়াল র‌্যাম। সাথে আছে ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Unisoc T7200 ফ্ল্যাগশিপ চিপসেট। এই প্রসেসর ভিডিও এডিটিং, হাই-এন্ড গেমিং ও মাল্টিটাস্কিংয়ের কাজ অনায়াসেই করতে পারবে।

READ MORE:  একটা স্মার্টফোনের দামেই Royal Enfield Classic কেনা সম্ভব, এই স্কিম জানেন তো?

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮৫৮০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এর সামনে দেখা যাবে ১১ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.