Doomsday Smartphone Launched: বাজারে এল প্রোজেক্টর সহ অভিনব Doomsday স্মার্টফোন, 23800mah ব্যাটারি সঙ্গে রয়েছে 200 মেগাপিক্সেল ক্যামেরা | Doomsday Smartphone 23800mah Battery

স্মার্টফোনের অতিকায় প্রবর্তন চমকে দিতে পারে সবাইকে। এদিন, এমনই একটি অদ্ভুত, একইসঙ্গে উদ্ভাবনীয় ডিভাইস বাজারে আনলো চীনের একটি ব্র্যান্ড। পোশাকি নাম ডুমসডে স্মার্টফোন (Doomsday Smartphone)। এতে রয়েছে বিশাল ২৩,৮০০mAh ব্যাটারি ক্ষমতা এবং ইন-বিল্ট প্রোজেক্টর। এই ডিভাইসটির আসল মডেল নাম ট্যাংক ৩ প্রো। কোম্পানির দাবি অনুযায়ী, এটি “আলটিমেট ৫জি স্মার্টফোন” এর সাহায্যে এক টানা কয়েক দিন ক্যাম্পিং করা যাবে।

যারা ভ্রমণ বা ক্যাম্পিং করতে ভালোবাসেন তাদের জন্য ঠাসা এবং কার্যকরী ফিচার রয়েছে এই ডিভাইসে। চীনের যে ব্র্যান্ড এই স্মার্টফোনটি বাজারে এনেছে, তার নাম ৮৮৪৯। ট্যাংক ৩ প্রো-এর সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর ২৩,৮০০mAh ব্যাটারি, যা স্মার্টফোনের চ্যাসিসে তৈরি ১০০-লুমেন DLP প্রোজেক্টরকে শক্তি সরবরাহ করে।

READ MORE:  ১০ হাজার টাকায় ১২ জিবি র‌্যাম ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার 5G স্মার্টফোন, দেখুন অফার

Tank 3 Pro বা Doomsday স্মার্টফোনের ফিচার্স

এই ফোনে রয়েছে ১.২:১ থ্রো রেশিও-সহ একটি প্রোজেক্টর, যাতে ব্যবহারকারী রাতের অন্ধকারে একটি পিচ টেন্টের দেওয়ালে অনায়াসে একটি সিনেমা দেখতে পারবেন। এটি ব্যবহার না করলে, রয়েছে একটি ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনে প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপ দেওয়া হয়েছে, যার সাথে ১৬ থেকে ১৮ জিবি RAM এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত আছে। অর্থাৎ ক্যাম্পিং ট্রিপের ঘণ্টার পর ঘণ্টা সিনেমা দেখার জন্য প্রচুর স্টোরেজ পাবেন। এছাড়াও, ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে ইন্টারনাল স্টোরেজ।

READ MORE:  এবার 7,500mAh ব্যাটারির ফোন আনছে রেডমি, থাকবে 100W ফাস্ট চার্জ সাপোর্ট

এই ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেল সম্পন্ন প্রাইমারি এবং সুপার নাইট ভিশন-সহ একটি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। মূলত আউটডোরে ব্যবহারের জন্যই এই স্মার্টফোন ডিজাইন করা হয়েছে। কোম্পানির দাবি, এর বিশাল ব্যাটারি প্যাকটি একবার চার্জ করলে টানা কয়েকদিন চলতে পারে। দ্রুত চার্জ করার জন্যই রয়েছে ১২০ ওয়াট চার্জিং সমর্থন। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে রয়েছে আইপি৬৮ রেটিং। আরও এই ডিভাইসের একটি নজরকাড়া ফিচার হল – অন্তর্নির্মিত কুলিং ফ্যান, যা প্রোজেক্টরের তাপ অপচয় রুখতে সাহায্য করে।

READ MORE:  iQOO 13 5G Price Cut: ৭০০০ টাকা দাম কমলো Vivo-র সাব ব্র্যান্ডের এই স্মার্টফোনের, দুর্ধর্ষ ক্যামেরা সহ ৬০০০mAh ব্যাটারি | iQOO 13 5G Offer

Scroll to Top