লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

DSLR কে টেক্কা দিতে 200 MP পেরিস্কোপ ক্যামেরা সহ আসছে Oppo Find X9 ফোন

Published on:

ক্যামেরার জন্য বরাবরই প্রশংসিত Oppo। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে যেতে চাইছে ব্র্যান্ডটি। সংস্থার আসন্ন Oppo Find X9 সিরিজের ফোনগুলি ‘ক্যামেরাওয়ালা’ ডিভাইস হিসেবে বাজারে আসবে বলে মনে হচ্ছে। এটি ফাইন্ড X8 সিরিজের উত্তরসূরি হিসেবে লঞ্চ হবে। জানিয়ে রাখি যে, ব্র্যান্ডটি আগামী সপ্তাহে নতুন ফাইন্ড X8 আলট্রা, ফাইন্ড X8s এবং ফাইন্ড X8s+ লঞ্চ করতে চলেছে। তবে লঞ্চের আগে আজ Oppo Find X9 সিরিজের ফোনের ক্যামেরা সহ বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে।

READ MORE:  স্যামসাংয়ের ইতিহাসে প্রথমবার! Galaxy S26 Ultra আসছে 7000mAh ব্যাটারির সাথে? | Samsung Galaxy S26 Ultra Battery Upgrade 7000mah

২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসবে Oppo Find X9

উইবোতে টিপস্টার স্মার্ট পিকাচু দাবি করেছেন যে Oppo Find X9 সিরিজ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অথবা ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ আসতে পারে। আসন্ন সিরিজের মধ্যে Find X9, Find X9 Plus, Find X9 Pro এবং Find X9 Ultra মডেল অন্তর্ভুক্ত থাকবে।

Oppo Find X8 সিরিজের বিশেষত্ব

আসন্ন সিরিজ সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে। তবে এদের স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা পেতে আমরা অপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের ফিচার দেখে নিতে পারি। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে, যাতে ৫০-মেগাপিক্সেল এর সনি LTY-700a সেন্সর, ৫০-মেগাপিক্সেল এর আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৫০-মেগাপিক্সেল সনি LYT-600 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। আবার অপ্পো ফাইন্ড এক্স৮ প্রো এর কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপে ৫০-মেগাপিক্সেল এর LYT-808 সেন্সর, ৫০-মেগাপিক্সেল এর আল্ট্রাওয়াইড ক্যামেরা, ৫০-মেগাপিক্সেল এর সনি LYT-600 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০-মেগাপিক্সেল এর সনি IMX858 পেরিস্কোপ টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে।

READ MORE:  মোবাইলে খেলতে পারবেন বড় বড় গেমস! বাজেট-ফ্রেন্ডলি গেমিং ফোন আনল Asus

অপ্পো ফাইন্ড এক্স৮ এবং অপ্পো ফাইন্ড এক্স৮ প্রো গত বছর ভারতে যথাক্রমে ৬৯,৯৯৯ টাকায় এবং ৯৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিন এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপ সহ এসেছে। স্ট্যান্ডার্ড মডেলে ৫৬৩০ এমএএইচ ব্যাটারি রয়েছে, তবে প্রো মডেলে ৫৯১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর সাথে ট্রাই-স্টেট অ্যালার্ট স্লাইডার উপস্থিত।

READ MORE:  হোলিতে জল লাগলেও নষ্ট হবে না, বাম্পার সেলে সস্তায় কিনুন ওয়াটারপ্রুফ Realme ও Motorola ফোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.