Dubai Pitch: যেই পিচে পাকিস্তানকে গুঁড়িয়েছিল ভারত, সেটাতেই ফাইনাল! কেন বাছা হল পুরনো ২২ গজ? | India Vs New Zealand Final Match Pitch Report
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম পাকিস্তান ম্যাচের 22 গজেই (Dubai Pitch) গড়াবে ফাইনাল? চেনা পিচে খেলতে নেমে কতটা লাভ হবে ভারতের? কিউইদের শায়েস্তা করতেই কী নয়া পন্থা? ভারত বনাম নিউজিল্যান্ড মেগা ফাইনালের আগে পিচের খবর সামনে আসতেই এমন সমগোত্রীয় প্রশ্ন উদয় হয়েছে ভারতীয় সমর্থকদের মনে। শোনা যাচ্ছে, রবিবারের হাইভোল্টেজ ফাইনালের কথা মাথায় রেখে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে দুবাইয়ের 22 গজ। সূত্র বলছে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সিদ্ধান্তে ফাইনালের চেনা পিচে কার্যত লাভ হবে টিম ইন্ডিয়ার। কেন? চলুন জেনে নিই।
পিচের প্রকৃতি বুঝে তবেই শক্তিশালী একাদশ বেছে নেওয়া উচিত বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেননা, 22 গজের ওপর অনেকটাই নির্ভর করে কোন দল কেমন পারফর্ম করবে.. আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার একটি সূত্র জানিয়েছে, ফাইনালের পিচ ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছেন দুবাইয়ের মাঠ কর্মীরা। জানা যাচ্ছে, গত 23 ফেব্রুয়ারি, রবিবার ভারত-পাকিস্তানের ম্যাচে ব্যবহৃত পিচকেই ফাইনালের 22 গজ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
সূত্রের খবর, গত 2 সপ্তাহে কোনও ম্যাচ গড়ায়নি এই পিচে। মনে করা হচ্ছে, ফাইনালের কথা মাথায় রেখেই হয়তো ভারত বনাম পাকিস্তানের ম্যাচে ব্যবহৃত এই পিচকে সুরক্ষিত রেখেছিল দুবাইয়ের মাঠ কর্মীরা। শোনা যাচ্ছে, প্রথমদিকে ফাইনালের পিচ হিসেবে ভারত বনাম বাংলাদেশ ও ভারত বনাম পাকিস্তানের ম্যাচে ব্যবহৃত পিচ দুটির মধ্যে যেকোনও একটিকে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সূত্র ধরেই ফাইনালের আগেই চূড়ান্ত হয়ে গেল দুবাইয়ের 22 গজ।
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট 10টি ক্রিকেট পিচ রয়েছে। যার মধ্যে 4টি ইতিমধ্যেই চলতি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ব্যবহার করা হয়েছে। জানা যায়, শেষ দুই ম্যাচের পিচ ফাইনালের জন্য ব্যবহার করার কথা ভাবেননি আয়োজকরা। যদিও এর কারণও বাতলে দিয়েছেন তারা। খোঁজ নিয়ে জানা গেল, মূলত এত কম সময়ের মধ্যে ফাইনালের জন্য পিচ তৈরি করা যথেষ্ট চ্যালেঞ্জিং। আর সেই কারণেই ভারত বনাম পাকিস্তানের ম্যাচে ব্যবহৃত পিচকেই ফাইনালের পিচ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
অবশ্যই পড়ুন: বাদ জাদেজা! খেলবেন হার্দিক? কিউইদের বিরুদ্ধে এমন একাদশ নামাতে পারে ভারত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক কর্মকর্তা জানিয়েছেন, ফাইনালে যে পিচ ব্যবহার করা হবে তা একেবারে নতুন নয়। তবে মাঠকর্মীরা সেটিকে নতুন করে সাজিয়েছেন। এই কাজের জন্য মাত্র 14 দিন সময় পাওয়া গিয়েছিল আগে। জানা যায়, ভারত বনাম বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি ম্যাচের 14 দিন আগে দ্বিতীয় পিচে আইএলটি 20 ম্যাচ আয়োজিত হয়েছিল। সেই কারণেই ভারত বনাম বাংলাদেশের ম্যাচে ব্যবহৃত পিচটিকে ফাইনালের জন্য বিবেচনা করা হয়নি।
দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ কর্মী থেকে শুরু করে বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচে যে পিচ ব্যবহৃত হয়েছিল সেই সমগোত্রীয় আচরন ফাইনালের মঞ্চে নাও পেতে পারে ভারতীয় দল। জানা গিয়েছে, রবিবারের মেগা ফাইনালে দিন এবং রাত উভয় সময়ই বাড়তি সুবিধা পাবেন স্পিনাররা। তবে দুইদলের ব্যাটসম্যানদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করে ব্যাটিং করতে হবে।
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
This website uses cookies.