Ducati-র সবচেয়ে সস্তা বাইক দেশে লঞ্চ হল, মধ্যবিত্তরা কি কিনতে পারবে? জেনে নিন | Ducati Scrambler Icon Dark Launched
ডুকাটি অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের সবচেয়ে সস্তা মোটরসাইকেল ভারতে লঞ্চের ঘোষণা করল। নতুন মডেলটির নাম Ducati Scrambler Icon Dark। এই বাইকের দাম ৯.৯৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) রেখেছে কোম্পানি। এর থেকে কম মূল্যের মোটরসাইকেল ভারতে বিক্রি করে না ইতালির এই বিখ্যাত সংস্থা। Scrambler Icon-এর তুলনায় Dark Icon কিনতে ৯৪,০০০ টাকা কম খরচ হবে ক্রেতাদের। ডুকাটি চালানোর শখ থাকলে সাশ্রয়ী মূল্যে আর বিকল্প নেই।
ডুকাটি স্ক্র্যাম্বলার আইকন ডার্ক কালো রঙের ইঞ্জিন, হার্ডওয়্যার, সাইকেল পার্টস, ও বডিওয়ার্ক সহ ডার্ক ভিজ্যুয়াল থিমের মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছে। আইকন ডার্কের হেডল্যাম্প লেন্সটিও স্মোক করা হয়েছে এবং আইকন স্ট্যান্ডার্ড মডেলে ইনস্টল করা ছোট আন্ডারসিট কাউলটি বাদ পড়েছে। যারা বাইকটিকে কাস্টমাইজ করতে চান তাদের জন্য, ডুকাটি এক্সহস্ট, সিট এবং রঙিন কভারের মতো বিভিন্ন অ্যাক্সেসরিজ অফার করছে।
এছাড়া, স্ট্যান্ডার্ড স্ক্র্যাম্বলার আইকন ও তার ডার্ক মডেলের মধ্যে বিশেষ ফারাক চোখে পড়বে না। হাই পারফরম্যান্সের জন্য ডুকাটি স্ক্র্যাম্বলার আইকন ডার্ক ৮০৩ সিসি, এয়ার-অয়েল/কুলড, এল-টুইন ইঞ্জিন দ্বারা পরিচালিত, যা ৮,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৭৩ হর্সপাওয়ার এবং ৭,০০০ আরপিএ গতিতে ৬৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি ছয়-স্পিড গিয়ারবক্স এবং আপ/ডাউন কুইকশিফটারের সঙ্গে যুক্ত।
ফিচার্সের দিক থেকে, ডুকাটির এই নতুন মডেলে স্মার্টফোন কানেক্টিভিটি সহ একটি, ৪.৩ ইঞ্চি রঙিন টিএফটি ডিসপ্লে, চার-স্তরের ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস এবং দুটি রাইডিং মোড রয়েছে – রোড এবং স্পোর্ট। ১৮৫ কেজি কার্ব ওজন থাকায় বাইকটি বেশ হালকা, ফলে চিত্তাকর্ষক পাওয়ার-টু-ওয়েট অনুপাত অফার করছে। ইতিমধ্যেই দেশজুড়ে ডুকাটির সমস্ত ডিলারশিপে বুকিং শুরু হয়েছে এবং ডেলিভারির জন্যও প্রস্তুত।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতে সোনার দর (Gold Price) রেকর্ড স্তরের দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক বাজারে সোনার…
রিয়েলমির নতুন স্মার্টফোন সিরিজ Realme P3 ভারতের বাজারে লঞ্চ হল। এই লাইনআপের অধীনে দুটি স্মার্টফোন…
রাজ্য সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাসের ঘোষণা করল নবান্ন। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাটারিই বৈদ্যুতিক যন্ত্রের প্রাণ ভোমরা। মানবদেহে হৃদপিন্ডের কর্মক্ষমতা বন্ধ হয়ে গেলে কী…
শ্বেতা মিত্র, কলকাতা: অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) লাগু নিয়ে এখন দিন গুনছেন…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি আয়কর বিভাগের তরফ থেকে প্রচুর শূন্যপদে নিয়োগের…
This website uses cookies.