Dui Shalik: TRP-তে লবডঙ্কা, ৭ মাসেই আয়ু ফুরোল স্টার জলসার মেগার! মে মাসেই শেষ শুটিং | Dui Shalik Is Shutting Down
সহেলি মিত্র, কলকাতাঃ যার শুরু আছে তার শেষ আছে, এই কথাটা আমরা সবাই জানি। এই কথাটি প্রযোজ্য হয় বাংলা সিরিয়ালগুলির ক্ষেত্রেও। প্রতি বছর টিভি চ্যানেলগুলিতে নানা সিরিয়াল আসছে। যেগুলির টিআরপি ভালো থাকে সেগুলি চলে, আর যেগুলির টিআরপি ভালো না সেগুলি কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায়। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার স্টার জলসার একটি সিরিয়ালের পথচলা শেষ হচ্ছে। বেশ কিছুটা সময় ধরে এই মেগা চলেছিল, কিন্তু ওই যে টিআরপিই শেষ কথা বলেছে। ফলে মে মাসের শুরুর দিকে হবে শেষ শ্যুটিং। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন সিরিয়ালের পথচলা শেষ হচ্ছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
আজ যে মেগাটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটির আয়ু মাত্র ৭ মাস। শুরু হওয়া থেকেই বেশ পছন্দ করছিলেন দর্শকরা। তারপরেও টিআরপি তালিকায় তেমন সাড়া ফেলতে পারেনি সিরিয়ালটি। ফলে যা হওয়ার তাই হল। অকালে শেষ হচ্ছে মেগা। এখন নিশ্চয়ই ভাবছেন যে মাত্র ৭ মাসের মাথায় স্টার জলসার কোন মেগা বন্ধ হচ্ছে? তাহলে জানিয়ে রাখি, মে মাসে শেষ হতে চলেছে ‘দুই শালিক। (Dui Shalik)’
দুই শালিক সিরিয়ালটিতে আঁখি ও ঝিলিক নামের দুই যমজ বোনের গল্প তুলে ধরা হয়। দুই বোনের জীবন সংগ্রামের গল্প, কীভাবে তাঁরা একে অপরকে সাহায্য করবে, খলনায়কদের সব প্ল্যান ভেস্তে দেবে সেটাই দেখানো হয়েছে। বর্তমানে টেলিভিশন দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় এক নাম হল এই দুই শালিক।
জানা যায়, প্রথম থেকেই টিআরপিতে দাপিয়ে বেড়ালেও গ্রীষ্মের দিন হওয়ায় সন্ধ্যার সিরিয়াল হিসেবে টিআরপি কমছে। যার ফলে ৭ মাসেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। হঠাৎই এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, আগামী ১০ মে শেষ হবে শুটিং। এদিকে সিরিয়ালটি এত দ্রুত যে শেষ হবে সেটা কেউ ভাবতেও পারেনি, ফলে মন খারাপ অনেকের। জানা যাচ্ছে, এই মেগার জায়গায় সম্প্রচারিত হবে ‘বুলেট সরোজিনী’। তবে আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে জনপ্রিয় হরিয়ানভি ডান্সার ডিম্পল চৌধুরী মঞ্চে বৃষ্টির…
প্রীতি পোদ্দার, কলকাতা: পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার (Primary Teacher Recruitment Case) শুনানি। কলকাতা…
সোশ্যাল মিডিয়া তারকা অঞ্জলি আরোরা সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে…
প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে দিন যেন ঘনিয়ে আসছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী বুধবার,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখ খান (Shah Rukh Khan) নাম দুটো একে…
সৌভিক মুখার্জী, কলকাতা: নয়া মাস মানেই নয়া নিয়ম। আর 2025 এর 1 মে থেকে একাধিক…
This website uses cookies.