লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Earthquake Alert: মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প, আপনার ফোনে কীভাবে পাবেন আগেভাগে অ্যালার্ট, বদলান এই সেটিংস | Earthquake Alert in Your Smartphones

Published on:

দুপুর বেলায় হঠাৎই কেঁপে উঠল গোটা দেশ। ভয়াবহ ভূমিকম্পের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মায়নামার। রিখটার স্কেলে মাত্রা ৭.৭, যা অনেক বেশি বলেই মনে করা হয়। একটা নয়, দু’দুটি ভূমিকম্প হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৪ ছাড়িয়েছে। এমতাবস্তায়, প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্পের মতো পরিস্থিতির ক্ষেত্রে সজাগ থাকতে ফোনের এই সেটিংস আজই বদলে নিন। মুহূর্তে পাবেন এলার্ট। সতর্ক করতে পারবেন নিজেকে ও পরিবারকে।

READ MORE:  তিনটি রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি বিক্রি করে দিচ্ছে সরকার, গ্রাহকরা কী করবেন?

গুগল ভূমিকম্প ডিটেক্টর ফিচার

অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে ভূমিকম্প ডিটেক্টর সেন্সর সংযুক্ত করেছে গুগল। যা ভূমিকম্পের আগাম সতর্কতা প্রদান করে। অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা ব্যবস্থার অংশ হিসেবে এই বৈশিষ্ট্যটি ভারত-সহ একাধিক দেশে উপলব্ধ। একবার অন করে দিলে, ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে রিয়েল-টাইম ভূমিকম্প সতর্কতা পাবেন, যা তাদের দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করবে। তবে, এই বৈশিষ্ট্যটি কম-তীব্রতার কম্পনের বিষয়ে সতর্ক করে না।

READ MORE:  LIC Pension Plan: LIC-র পেনশন প্ল্যানে মিলবে ৬টি দারুণ সুবিধা | Life Insurance Corporation Smart Pension Plan

কীভাবে চালু করবেন ভূমিকম্প ডিটেক্টর ফিচার

আগে নিশ্চিত করুন আপনার স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম রয়েছে কিনা। যদি না থাকে তাহলে আপগ্রেড করুন। ইতিমধ্যে গুগল পিক্সেল, স্যামসাং এবং ওয়ানপ্লাসের ফোনে এই আপডেট চলে এসেছে।

এবার ফোনের সেটিংসে গিয়ে Safety and Emergency বাটনে ক্লিক করুন। সেখানে Earthquake Alert অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর Toggle অন করে চালু করে দিতে হবে।

READ MORE:  LIC Saral Pension Plan: অবসর জীবন হবে সুখের, একবার বিনিয়োগেই প্রতিমাসে ১২০০০ টাকা পেনশন দেবে LIC | Life Insurance Corporation Pension Plan

কীভাবে কাজ করে এই ফিচার

অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে একটি অ্যাক্সিলোমিটার সেন্সর থাকে, যা ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্র হিসেবে কাজ করে। যখন সেটি কোনও ভূমিকম্পের কম্পন শনাক্ত করে, তখন এটি ব্যবহারকারীকে তাৎক্ষণিক সতর্কতা পাঠায়। পাশাপাশি ভূমিকম্পের তীব্রতা এবং অবস্থান প্রদর্শন করে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.