East Bengal: সুপার কাপের আগে শত্রুপক্ষকে গুঁড়িয়ে ছন্দে ফিরল ইস্টবেঙ্গল | East Bengal Wins Practice Match
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা ISL-এ কার্যত ব্যর্থ ইস্টবেঙ্গল(East Bengal)। AFC চ্যালেঞ্জ লিগেও স্বপ্নভঙ্গের পর মুখ থুবড়ে পড়ে লাল হলুদ। তাই আশা এখন সুপার কাপ। আর সেই লক্ষ্যে নিশানা বেঁধেই একেবারে সর্বস্ব উজাড় করে অনুশীলন সারছে কলকাতা ময়দানের এই প্রধান। সেই মতো রবিবার নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সর মাঠে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে গো ধরেছিল মশাল ব্রিগেড। শেষ পর্যন্ত, দলের রক্ষণ বিভাগের প্রধানকর্তা আনোয়ার আলির দুরন্ত গোলে প্রীতি ম্যাচেই জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল। তবে সমস্যা রয়েছে দলের বাকিদের নিয়ে।
গতকাল দলের ছেলেদের নিয়ে হাড়ভাঙ্গা অনুশীলনের পর চেন্নাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন অস্কাররা। দীর্ঘ চোট যন্ত্রণা কাটিয়ে অনুশীলনে ফেরার পর প্রস্তুতি ম্যাচেই একেবারে জাত চিনিয়েছেন ডিফেন্ডার আনোয়ার আলি। একেবারে 16 মিনিটের মাথায় দুরন্ত গোল শানিয়ে প্রস্তুতি ম্যাচে দলকে জিতিয়েছেন তিনি।
তবে চোট কাটিয়ে আনোয়ারের ছন্দে ফেরার মাঝে অস্বস্তি বেড়েছে দলের বাকি স্ট্রাইকারদের নিয়ে। হ্যাঁ, একজন ডিফেন্ডার হয়ে প্রস্তুতি ম্যাচে গোল করেছেন আনোয়ার। তবে সব ম্যাচেই যে ডিফেন্ডার গোল করবে তেমনটা নয়। তাই দলের স্ট্রাইকারদের ছন্দে থাকাটা আবশ্যিক। তবে রবিবারের ম্যাচে, দলের বাকিরা একেবারে ডাহা ফেল হয়েছেন। কাজেই সুপার কাপের আগে একাধিক অনুশীলনের মাধ্যমে ভুল ত্রুটি শুধরে নিতে না পারলে সে যাত্রাও ভেস্তে যেতে পারে ইস্টবেঙ্গলের।
অবশ্যই পড়ুন: কোচের সাথে বিরাট অশান্তি ব্রাজিলিয়ান তারকার! সুপার কাপের আগেই বিপাকে ইস্টবেঙ্গল
20 এপ্রিল থেকে শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপের যাত্রা। প্রথম ম্যাচে চিরশত্রু কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে আক্রমণ শনাবেন আনোয়াররা। দুপুর সাড়ে চারটে থেকে গড়াবে, লাল হলুদের ম্যাচ। একই দিনে আই লিগের যোগ্য দলের বিপক্ষে মাঠে নামবে প্রতিবেশী মোহনবাগানও। সূত্রের খবর, কেরালা বনাম লাল হলুদের ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে বাগান। ফলত, প্রথম আসরে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে ইস্টবেঙ্গল। কেননা, সুপার কাপের ময়দান তাদের চেনা।
যদিও গতবার কার্লস কুয়াদ্রাতের আমলে এই যাত্রায় সফল হয়েছিল লাল হলুদ। কাজেই, অস্কারের আমলে শেষ পর্যন্ত সুপার কাপে ইস্টবেঙ্গল খেলা দেখাতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। তবে, রবিবারের প্রস্তুতি ম্যাচে আনোয়ার ছাড়া বাকি স্ট্রাইকারদের ছন্দ হারানোর ঘটনা, কোচ অস্কারের কপালে চিন্তার ভাঁজ অনেকটাই বাড়িয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন…
সহেলি মিত্র, কলকাতা: বাংলায় টানা ঝড়-বৃষ্টির জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া…
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
This website uses cookies.