লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

East Bengal: সুপার কাপের আগে বিধ্বস্ত ইস্টবেঙ্গল! তারকা প্লেয়ারের চোট বাড়াল চিন্তা | East Bengal Midfielder Injured

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলে একেবারে দুঃসময় কাটাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগে ব্যর্থতার পর, AFC চ্যালেঞ্জ লিগে ধাক্কা, তা সামলে উঠতে না উঠতেই দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটনের বিদায় পর্ব এবং সবশেষে ফিজিও সেনেনের সাথে চুক্তি ভঙ্গ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বলা চলে, লাল হলুদের একেবারে শিরেসংক্রান্তি! এহেন আবহে গোঁদের ওপর বিষফোঁড়ার মতো যন্ত্রণা বাড়ালেন মিডফিল্ডার সল ক্রেসপো। সূত্রের খবর, সুপার কাপের আগে চোট যন্ত্রণায় ভুগছেন ইস্টবেঙ্গলের এই বিশ্বস্ত ফুটবলার।

ক্রেসপোর চোট গুরুতর!

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, লাল হলুদের একেবারে খারাপ সময়ের মাঝে ফের চিন্তা বাড়ালেন স্প্যানিশ মিডফিল্ডার ক্রেসপো। জানা গিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে তাঁর। বাড়িতে সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে পড়ে গিয়েছিলেন তিনি। আর তারপরই ঘটে অঘটন। সূত্রের খবর চোটের কারণে, ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিতে পারেননি সল।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তবে ইস্টবেঙ্গল তারকার চোট কতটা গুরুতর তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। যদিও সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার মেডিক্যাল টেস্ট হওয়ার কথা রয়েছে ক্রেসপোর। আর এরপরই জানা যাবে খেলোয়াড়ের চোট ঠিক কতটা গুরুতর। ওয়াকিবহাল মহলের দাবি, বর্তমানে ক্রেসপোর অবস্থা যা, তাতে 20 এপ্রিল সুপার কাপের প্রথম ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে আনোয়ার আলিদের।

অবশ্যই পড়ুন: IPL-র জাত শত্রু! এই ব্যক্তির থেকে ক্রিকেটারদের দূরে থাকার পরামর্শ BCCI-র

বিরাট সমস্যায় পড়ে গেল ইস্টবেঙ্গল?

কোচের সাথে মতবিরোধের পর ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভার চলে যাওয়া দলকে যথেষ্ট চাপে ফেলেছে। কেননা, তাঁকে ছাড়া বর্তমানে লাল হলুদের বিদেশি ফুটবলের সংখ্যা মাত্র 5। এরমধ্যে সল ক্রেসপো চোট পাওয়ায় লাল হলুদের বিপদ আরও বাড়ল। কেননা, ইন্ডিয়ান সুপার লিগের গোটা মরসুমে কার্যত ছন্নছাড়া ফুটবল খেলেছে দলের ছেলেরা।

READ MORE:  East Bengal FC: মোহনবাগানের ড্রয়ে আশা শেষ ইস্টবেঙ্গলের? জানুন এখনও কীভাবে সুপার সিক্সে যাবে লাল হলুদ! | ISL Points Table

তাই সমস্ত যন্ত্রণা ভুলে কলিঙ্গ সুপার কাপে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন কোচ অস্কার। তবে সেই যাত্রা শুরুর আগেই যাত্রাভঙ্গেরে আভাস পাচ্ছে ইস্টবেঙ্গল। প্রতিবেশী মোহনবাগান যেখানে জোড়া সাফল্য নিয়ে ভারত সেরার তকমা গায়ে মেখেছে, সেই পর্বে দাঁড়িয়ে কলকাতা ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের অবস্থা একেবারে নুন আনতে পান্তা ফুরানোর মতোই! দলের অন্দরে অশান্তি ও চোটের কারণে খেলোয়াড়দের অভাব নিয়ে যেন একেবারে নাকানি চোবানি খাচ্ছে কলকাতা ময়দানের একসময়ের রঙিন দল!

READ MORE:  বাজার কাঁপাবে KKR, গম্ভীরের জায়গায় দলে আসছে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, নাম জেনে নিন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.