East Bengal FC:মেসি অতীত, নতুন অস্ত্র খুঁজছেন ব্রুজো! ইস্টবেঙ্গলে আসতে পারেন এই বিদেশি ফুটবলার | East Bengal New Foreigner

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL মরসুমের শুরুটা পরাজয় দিয়ে করেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এরপর স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের অধীনে একের পর এক পরাজয়ের বেড়াজালে জড়িয়ে নাকের জলে চোখের জলে হয়েছিল মশাল বাহিনী। তবে পরিস্থিতির বদল ঘটেছে আরেক স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর দায়িত্ব গ্রহণের পর থেকেই।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এক সময়ে হারের হ্যাটট্রিকে নাম জড়ানো ইস্টবেঙ্গল অস্কারের হাত ধরে প্রতিপক্ষের ওপর চাপ বৃদ্ধি করে। যার জেরে বদলে যায় দুঃসময়। বর্তমানে নিজাম বধের পর এখন 22 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে লিগ তালিকার 8 নম্বরে উঠে এসেছে লাল হলুদ। এমতাবস্থায়, কানে আসছে নতুন খবর। শোনা যাচ্ছে, আসন্ন মরসুমে দলের শক্তি বাড়াতে এক স্কটিশ ফুটবলের ওপর নজর রয়েছে ইস্টবেঙ্গলের।

READ MORE:  India Vs Bangladesh: ভারতকে কীভাবে হারাতে পারবে বাংলাদেশ, জানিয়ে দিলেন শান্ত | Najmul Hossain Shanto Over Tomorrows Match

লক্ষ্য এখন সুপার সিক্স

বুধবার ঘরের মাঠে হায়দরবাদকে 2 গোলের মালা পরিয়ে মাঠ ছাড়া করেছে লাল হলুদের ছেলেরা। আর এই অসাধ্য সাধনের পরই ফের মাথা উচিয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গলের প্লে অফের আশা। হ্যাঁ, বিগত ম্যাচগুলিতে দলের খারাপ পারফরমেনন্স লাল হলুদ ভক্তদের যথেষ্ট আশাহত করেছিল। তবে গতকাল একতরফা জয়ের পর ফের ইস্টবেঙ্গলকে নিয়ে স্বপ্ন গুনতে শুরু করেছেন ভক্তরা। সেই একই সুতোয় এবার বাঁধা পড়েছে সুপার সিক্স জয়ের স্বপ্নও।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

একের পর এক ম্যাচে পরাজিত হয়ে সুপার সিক্সে ওঠার আশা একপ্রকার খুইয়েছিল লাল হলুদ কোচ অস্কার। তবে চেষ্টা ছিল আগামী ম্যাচগুলিতে ভাল কিছু করে দেখানোর। আর সেই লক্ষ্যেই বুধবার নিজাম বধ করে ইস্টবেঙ্গল। ফলত, সেই রাস্তা ধরেই এখন সুপার সিক্সে ওঠার অপেক্ষায় লাল হলুদ। তবে প্লে অফে জায়গা করতে হলে বেশ কিছু জটিল সমীকরণে নজর রাখতে হবে ইস্টবেঙ্গলকে।

READ MORE:  East Bengal New Player: ইস্টবেঙ্গলে কত নম্বর জার্সি পেলেন মেসি, আজই কি খেলবেন?| Raphaël Messi Bouli Got Jersey Number 28

সূত্র বলছে, সুপার সিক্সের আশা জিইয়ে রাখতে আগামী দুই ম্যাচেই জিততে হবে। সেই সাথে নর্থ ইস্ট ইউনাইটেড অথবা মুম্বই সিটি এফসিকে অন্তত একটি ম্যাচ হারতে হবে। একই সাথে ইস্টবেঙ্গলের সুপার সিক্সের আসন পাকা করতে আসন্ন ম্যাচের যেকোনও একটিতে পরাস্ত হতে হবে, পাঞ্জাব এফসি থেকে শুরু করে চেন্নাইয়িন এফসি ও কেরালা ব্লাস্টার্সকে।

READ MORE:  East Bengal FC Vs FK Arkadag: বিদেশের মাটিতে শেষ চারে যোগ্যতা অর্জনের লড়াই, কোন অঙ্কে সেমিতে পৌঁছবে ইস্টবেঙ্গল? | East Bengal FC Vs FK Arkadag

স্কটিশ ফুটবলারক সই করাচ্ছে ইস্টবেঙ্গল?

চলতি ISL মরসুমে জায়গা করার পাশাপাশি আসন্ন AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের জন্য দলের ছেলেদের তৈরি করার পরিকল্পনার মাঝেই শোনা যাচ্ছে, আসন্ন মরসুমের জন্য এবার নাকি নতুন স্কটিশ ফুটবলারকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে অস্কারের শতাব্দি প্রাচীন দল ইস্টবেঙ্গল।

সূত্র বলছে, ওয়েন কেরলের চেন্নাইয়িন এফসির সাথে চুক্তিবদ্ধ তারকা ফুটবলার কোনর শিল্ডসকে দলে টানতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে, চেন্নাইয়িন এফসির এই ফুটবলারকে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে দলে আনবে লাল হলুদ।

Scroll to Top