লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

East Bengal FC: শীঘ্রই মশাল ব্রিগেডে যোগ দেবেন সিংটো, প্রাক্তন হায়দরাবাদ কোচকে কোন পদে বসাবে ইস্টবেঙ্গল? | Thangboi Singto Gets New Post In East Bengal

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ISL-এ যাত্রা শেষ হয়েছে বহু আগেই। AFC চ্যালেঞ্জ লিগেও নজির গড়তে পারেনি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। তাই লক্ষ্য এখন সুপার কাপ। তবে চেনা গণ্ডিতে লক্ষ্য বেঁধে আগামী মরসুমের জন্য ঘর গোছাচ্ছে লাল হলুদ। বিগত কয়েক মাস ধরে ইস্টবেঙ্গলের কোচ হিসেবে হায়দরাবাদের প্রাক্তন পথপ্রদর্শক থাংবোই সিংটোর নাম কানে আসছিল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

শেষের একটি খবরে শোনা গিয়েছিল, লাল হলুদ কর্তারা নাকি সিংটোকেই আসন্ন মরসুমের দায়িত্ব দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেল, তাঁকে নাকি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ করবে ইস্টবেঙ্গল। তবে সদ্য প্রকাশ্যে আসা রিপোর্ট সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, সিংটো ইস্টবেঙ্গলে আসছেন ঠিকই, তবে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নয় বরং ভিন্ন পদে কাজ করবেন এই মহারথী।

READ MORE:  Sunil Chhetri Returning To Indian Team: ৮ মাসেই সিদ্ধান্ত বদল! অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন সুনীল ছেত্রী, নেপথ্যে কোন কারণ? | Sunil Chhetri Returning To Indian Football Team

ইস্টবেঙ্গলের কোন পদে বসছেন সিংটো?

সম্প্রতি বেশ কয়েকটি সূত্র, লাল হলুদ শিবিরে সিংটোর টেকনিক্যাল ডিরেক্টর পদ কার্যত চূড়ান্ত বলে দাবি করেছিল। তবে সদ্য প্রকাশিত একটি রিপোর্ট বলছে, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নয়, হায়দরাবাদের প্রাক্তন কোচ ইস্টবেঙ্গলে হেড অফ ফুটবল পদে বসবেন। তবে সূত্রের খবর, হেড অফ ফুটবল পদে নিযুক্ত হলেও লাল হলুদের সম্পূর্ণ দায়িত্ব পাচ্ছেন না তিনি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সিংটোর কাজ কী?

ইস্টবেঙ্গলের সিটিও অময় ঘোষালকে সরানোর জল্পনা উঠেছিল সাম্প্রতিক সময়। তবে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে, তিনি আপাতত বাদ গেলেও, আগামী মরসুমে তাঁকে সিটিও হিসেবেই রেখে দেবে লাল হলুদ। এখন প্রশ্ন তাহলে নতুন হেড অফ ফুটবল থাংবোই সিংটোর কাজ কী হবে? বেশ কয়েকটি সূত্র যা বলছে, তাতে আপাতত লাল হলুদের জুনিয়র দলের দেখভাল করবেন সিংটো।

READ MORE:  Mohun Bagan Vs Mohammedan: মহমেডানকে গোলের মালা পরিয়ে লিগ শীর্ষে, তবুও খুশি নন মোহনবাগান কোচ | Mohun Bagan Super Giant Coach Not Happy

তবে শোনা যাচ্ছে, জুনিয়র দলের পাশাপাশি অস্কার ব্রুজোর পরে সিনিয়র দলের হয়েও মতামত দেওয়ার দায়িত্ব থাকবে তাঁর। সূত্র বলছে, কোচ অস্কারের সহযোগী হিসেবে তাঁকে প্র্যাকটিস চলাকালীন বা অন্য সময় মাঠে দেখা যাবে না। বরং মাঠের বাইরে থেকেই দলের উন্নতির জন্য পরামর্শ দেবেন তিনি। বলা হচ্ছে, অস্কারের সহকারী কোচ হিসেবে মাঠে থাকবেন বিনো জর্জ। সেক্ষেত্রে জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে বিনো জর্জের সাথে আলোচনা করবেন সিংটো। অন্যদিকে অময় ঘোষালের কাজ থাকবে শুধুই সিনিয়র দলের ফুটবল রিক্রুটের বিষয়ে ক্লাবকে পরামর্শ দেওয়া।

READ MORE:  Hyderabad FC Vs East Bengal FC: নতুন অস্ত্রে বধ হায়দরাবাদ! কোন অঙ্কে প্লে অফে জায়গা করবে ইস্টবেঙ্গল? দেখুন সমীকরণ | ISL Points Table

অবশ্যই পড়ুন: গোদের ওপর বিষফোঁড়া! MI-র ধারাবাহিক হারের মাঝেই হার্দিক পান্ডিয়াকে চরম শাস্তি দিল BCCI

খুব শীঘ্রই ইস্টবেঙ্গলে যোগ দেবেন সিংটো

বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, ইতিমধ্যেই সিংটোর সাথে কয়েক দফা আলোচনা চলেছে লাল হলুদ কর্তাদের। মনে করা হচ্ছে সিংটোকে পেতে পেতে পরের মরসুম হয়ে যেতে পারে! তবে ইস্টবেঙ্গলের তরফে নাকি ততদিন অপেক্ষা করা সম্ভব নয়। তাই খুব সম্ভবত সুপার কাপ শুরুর আগেই হায়দরাবাদের প্রাক্তন কোচ থাংবোই সিংটোর সাথে চুক্তি করে ফেলতে পারে কলকাতা ময়দানের প্রধান।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.