বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ যেন হারের প্রতিযোগিতা! দুর্ভাগ্যের জাল ছড়িয়ে বেরিয়েই আসতে পারছে না ইস্টবেঙ্গল (East Bengal FC)। ইন্ডিয়ান সুপার লিগের পর AFC চ্যালেঞ্জ লিগে লজ্জার পরাজয় দেখেছে লাল হলুদ, তাই অগত্যা লক্ষ্য এখন সুপার কাপ। তবে সেই টুর্নামেন্টের আগেই ফের জাতীয় পর্যায়ে মুখ পুড়ল কলকাতা ময়দানের প্রধান দল ইস্টবেঙ্গলের।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
জাতীয় পর্যায়ে ধরাশায়ী লাল হলুদ
ডেভলপমেন্ট লিগের জাতীয় স্তরে কিক স্টার্ট এফসির বিরুদ্ধে বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। তবে ম্যাচ শেষে ফলাফল ঘুরেছে প্রতিপক্ষের দিকেই। ইন্ডিয়ান সুপার লিগে হারের খরা ডেভলপমেন্ট লিগেও কাটিয়ে উঠতে পারল না লাল হলুদ ব্রিগেড। এদিন কিকস্টার্ট এফসির ছেলেদের কাছে 0-1 গোলে হেরে ফের লজ্জা বাড়াল ইমামি ইস্টবেঙ্গল।
হারের নেপথ্যে বড় কারণ খাড়া করেছে লাল হলুদ
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, এক সহকর্মীর হস্তক্ষেপের কারণে নাকি যথেষ্ট ক্ষুব্ধ ইস্টবেঙ্গলের জুনিয়র দলের কোচ বিনো জর্জ। জানা যাচ্ছে, ওই তৃতীয় ব্যক্তির অংশগ্রহণে প্রভাব পড়েছে খেলোয়াড়দের পারফরমেন্সেও। লাল হলুদের অভিযোগ, নামমাত্র অর্থে জুনিয়র দলের ফুটবলারদের সই করানো হয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কাজেই সস্তায় ফুটবলার টেনে বাড়ল বিপদ। জানা গিয়েছে, পড়শি ক্লাবের থেকে নানান ক্ষেত্রে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। ফলত, বিষ্ণুরা দলে উঠে এলেও শেষ পর্যন্ত সবদিক থেকেই ব্যর্থ হয়েছে মশাল ব্রিগেডের জুনিয়র দল। সব মিলিয়ে বলাই যায়, সিনিয়র দলের দুরবস্থার মাঝে ছোটদের নিয়ে স্বপ্ন দেখলেও, ডেভেলপমেন্ট লিগে সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে গেল কলকাতা ময়দানের এই প্রধানের।
অবশ্যই পড়ুন: সেমির আগে দুই তারকাকে নিয়ে দুঃসংবাদ মোহনবাগানে
প্রসঙ্গত, লাল হলুদের হারের মাঝেই ফেডারেশন কমিটিতে যোগ দিয়েছেন বাংলার দুই পরিচিত মুখ দীপঙ্কর রায় ও চিত্তদাস মজুমদার। সূত্রের খবর, আপিল কমিটিতে যুক্ত হয়েছেন প্রাক্তন ফুটবলার দীপঙ্কর। অন্যদিকে শৃঙ্খলারক্ষা কমিটির দায়িত্ব পেয়েছেন প্রাক্তন রেফারি চিত্ত দাস মজুমদার।