East Bengal FC: সুপার কাপের আগে ফের লজ্জার হার ইস্টবেঙ্গলের | East Bengal Lost Again
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ যেন হারের প্রতিযোগিতা! দুর্ভাগ্যের জাল ছড়িয়ে বেরিয়েই আসতে পারছে না ইস্টবেঙ্গল (East Bengal FC)। ইন্ডিয়ান সুপার লিগের পর AFC চ্যালেঞ্জ লিগে লজ্জার পরাজয় দেখেছে লাল হলুদ, তাই অগত্যা লক্ষ্য এখন সুপার কাপ। তবে সেই টুর্নামেন্টের আগেই ফের জাতীয় পর্যায়ে মুখ পুড়ল কলকাতা ময়দানের প্রধান দল ইস্টবেঙ্গলের।
ডেভলপমেন্ট লিগের জাতীয় স্তরে কিক স্টার্ট এফসির বিরুদ্ধে বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। তবে ম্যাচ শেষে ফলাফল ঘুরেছে প্রতিপক্ষের দিকেই। ইন্ডিয়ান সুপার লিগে হারের খরা ডেভলপমেন্ট লিগেও কাটিয়ে উঠতে পারল না লাল হলুদ ব্রিগেড। এদিন কিকস্টার্ট এফসির ছেলেদের কাছে 0-1 গোলে হেরে ফের লজ্জা বাড়াল ইমামি ইস্টবেঙ্গল।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, এক সহকর্মীর হস্তক্ষেপের কারণে নাকি যথেষ্ট ক্ষুব্ধ ইস্টবেঙ্গলের জুনিয়র দলের কোচ বিনো জর্জ। জানা যাচ্ছে, ওই তৃতীয় ব্যক্তির অংশগ্রহণে প্রভাব পড়েছে খেলোয়াড়দের পারফরমেন্সেও। লাল হলুদের অভিযোগ, নামমাত্র অর্থে জুনিয়র দলের ফুটবলারদের সই করানো হয়েছে।
কাজেই সস্তায় ফুটবলার টেনে বাড়ল বিপদ। জানা গিয়েছে, পড়শি ক্লাবের থেকে নানান ক্ষেত্রে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। ফলত, বিষ্ণুরা দলে উঠে এলেও শেষ পর্যন্ত সবদিক থেকেই ব্যর্থ হয়েছে মশাল ব্রিগেডের জুনিয়র দল। সব মিলিয়ে বলাই যায়, সিনিয়র দলের দুরবস্থার মাঝে ছোটদের নিয়ে স্বপ্ন দেখলেও, ডেভেলপমেন্ট লিগে সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে গেল কলকাতা ময়দানের এই প্রধানের।
অবশ্যই পড়ুন: সেমির আগে দুই তারকাকে নিয়ে দুঃসংবাদ মোহনবাগানে
প্রসঙ্গত, লাল হলুদের হারের মাঝেই ফেডারেশন কমিটিতে যোগ দিয়েছেন বাংলার দুই পরিচিত মুখ দীপঙ্কর রায় ও চিত্তদাস মজুমদার। সূত্রের খবর, আপিল কমিটিতে যুক্ত হয়েছেন প্রাক্তন ফুটবলার দীপঙ্কর। অন্যদিকে শৃঙ্খলারক্ষা কমিটির দায়িত্ব পেয়েছেন প্রাক্তন রেফারি চিত্ত দাস মজুমদার।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Honor গ্লোবাল মার্কেটে একটি নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে, যার নাম 400…
This website uses cookies.