বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যর্থতা শুরু হয়েছিল ডুরান্ড কাপ থেকেই। তৎকালীন কোচ কার্লস কুয়াদ্রাতের আমলে ধারাবাহিক পরাজয়ের পর শেষ পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগে এসে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার জোগাড় হয় কলকাতা ময়দানের প্রধান দল ইস্টবেঙ্গলের (East Bengal FC)।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
তবে দায়িত্ব কোচ অস্কার ব্রুজোর কাঁধে আসতেই ঘুরে দাঁড়ায় মশাল বাহিনী। পরবর্তীতে বেশ কয়েকটি ম্যাচে জয়ের ধারা বজায় রেখেছিল ইস্টবেঙ্গল। কিন্তু তা সত্ত্বেও, ছেলেদের ছন্নছাড়া ফুটবল ও চোট সমস্যা নিয়ে ISL-র যাত্রা ভঙ্গ হয়েছে লাল হলুদের। শেষ পর্যন্ত আশা ছিল AFC চ্যালেঞ্জ লিগ।
তবে সেই কোয়ার্টারেও মুখ পুড়েছে ইস্টবেঙ্গলের। ফলত, সব খুঁইয়ে লক্ষ্য এখন সুপার কাপ। সেই মতো ভুল ত্রুটি শুধরে, দল গোছাতে শুরু করে দিয়েছেন কোচ অস্কার। এমতবস্থায়, শোনা যাচ্ছে নতুন খবর। সূত্র বলছে, খুব শীঘ্রই পাঞ্জাব এফসির ঘর ভাঙতে চলেছে বাগান প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। খোঁজ নিয়ে জানা গেল, পাঞ্জাবের তুখড় রক্ষণকর্তাকে নাকি দলে টানতে চাইছে লাল হলুদ।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সুপার কাপের প্রতিপক্ষ পেয়ে গেছে ইস্টবেঙ্গল
গোটা ইন্ডিয়ান সুপার লিগে কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত AFC চ্যালেঞ্জ লিগে ব্যর্থতার পর ভুল ত্রুটি সুধরে নিতে চাইছে লাল হলুদ। সেই মতো কলিঙ্গ সুপার কাপকে সামনে রেখে চলছে দক্ষ ফুটবলারের খোঁজ। সূত্রের খবর, 20 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া কলিঙ্গ সুপার কাপের প্রথম মঞ্চে, কেরালা ব্লাস্টার্সের প্রতিপক্ষ হচ্ছে ইস্টবেঙ্গল। এদিন দুপুর 4:30 মিনিটে শুরু হবে ম্যাচ। একই দিনে আই লিগের জয়ী দলের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা ময়দানের আরেক প্রধান মোহনবাগানও। সবুজ মেরুনের ম্যাচ শুরু হবে রাত 8 টা থেকে।
অবশ্যই পড়ুন: ফাইনালে মোহনবাগানের হারের কারণ হয়ে উঠতে পারেন বেঙ্গালুরুর এই ২ তারকা!
পাঞ্জাবের ঘর ভাঙছে লাল হলুদ?
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, বিদেশি ফুটবলারের পাশাপাশি আগামী মরসুমের জন্য শক্তি বাড়াতে দেশীয় ফুটবলারেও নজর পড়েছে ইস্টবেঙ্গলের। শোনা যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির রক্ষণভাগের দায়িত্বে থাকা তুখড় ফুটবলার নিখিল প্রভুকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। তবে সমস্যা একটাই।
খোঁজ নিয়ে যা জানা গেল, আগামী মরসুম পর্যন্ত প্রভুর সাথে চুক্তি রয়েছে পাঞ্জাবের। কাজেই ইস্টবেঙ্গল আগ্রহ দেখালেও পাঞ্জাব তাঁর মতো একজন বিশ্বস্ত ফুটবলারকে ছাড়তে রাজি হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এছাড়াও অতিরিক্ত ট্রান্সফার ফি দিয়ে শেষ পর্যন্ত নিখিল প্রভুকে আদৌ দলে টানবে ইস্টবেঙ্গল? প্রশ্নটা অনেকেরই।