লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

East Bengal Road Accident: বিরাট সড়ক দুর্ঘটনা, কোনোক্রমে প্রাণে বাঁচলেন ২ ইস্টবেঙ্গল তারকা | 2 East Bengal Star Escaped A Road Accident

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL মরসুমে ঘুরে দাঁড়িয়েও কাজের কাজ করতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ধারাবাহিক পরাজয় থেকে কোচ অস্কার ব্রুজোর অধীনে ছন্দে ফিরেছিল কলকাতা ময়দানের এই প্রধান, তবে শেষ পর্যন্ত খাতায় শূন্য নিয়েই যাত্রা শেষ করতে হয় লাল হলুদদের! সুপার সিক্সের স্বপ্ন ভাঙার পর আশা ছিল AFC চ্যালেঞ্জ লিগে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

তবে সেখানেও হারের খরা কাটিয়ে উঠতে পারেনি মশাল ব্রিগেড। AFC-র দুই কোয়ার্টারেই তুর্কমেনিস্তানের দল এফকে অর্কাদাগের কাছে গুঁড়িয়ে যায় বাগানের চির প্রতিদ্বন্দ্বী। তাই ভরসা এখন সুপার কাপ। আর সেই লক্ষ্যেই নিশানা বেঁধে ঘর গোছাচ্ছে ইস্টবেঙ্গল। এহেন আবহে, সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন লাল হলুদের দুই তাবড় তারকা।

READ MORE:  Kolkata: মাত্র ২০ টাকায় কলকাতায় থাকার ব্যবস্থা! রোগীদের জন্য দারুণ সুখবর, জেনে নিন ঠিকানা | Room For Patient In Kolkata

সুপার কাপের আগেই দুর্ঘটনার কবলে দুই লাল হলুদ তারকা

সমস্ত আশা খুঁইয়ে এবার চেনা সুপার কাপের জন্য শক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল। এমতাবস্থায়, দুঃসময়ের মাঝেই সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন লাল হলুদের দুই তারকা ফুটবলার। হ্যাঁ, সূত্রের খবর, মঙ্গলবার কলকাতার নিউটাউনের সেন্টার ফর এক্সিলেন্স ময়দানে অনুশীলনে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন ইস্টবেঙ্গলের দুই অতি পরিচিত মুখ গোলরক্ষক প্রভসুখান সিং ও ডিফেন্ডার আনোয়ার আলি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

অবশ্যই পড়ুন: কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দুই IPL তারকা, তালিকায় KKR-র তুরুপের তাস

জানা গিয়েছে, এদিন বিশ্ববাংলা গেটের সামনে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান দুজনে। সূত্র বলছে, মঙ্গলবার গাড়ি ড্রাইভ করছিলেন গোলরক্ষক প্রভসুখান। পাশের সিটেই বসেছিলেন আনোয়ার। আচমকা মাঝ রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েন দুই তারকা।

READ MORE:  Weather Update: ৪৮ ঘণ্টায় বিরাট মুড বদল, বাংলার ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! আগামীকালের আবহাওয়া | Temperature Again Rise After Holi

যদিও দুজনের কারোরই কোনও রকম ক্ষতি হয়নি। জানা যায়, দুর্ঘটনা পরবর্তী সময়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফে গাড়ি পাঠিয়ে তাদের অনুশীলনে নিয়ে আসা হয়। দুই তারকা অক্ষত অবস্থায় থাকায় ধরে প্রাণ এসেছে লাল হলুদ কর্তাদের।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.