বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছর প্রাক্তনী কার্লস কুয়াদ্রাতের দেখানো পথে হেঁটে ওড়িশা এফসিকে গুঁড়িয়ে কলিঙ্গ সুপার কাপে জয়ের পতাকা উড়িয়েছিল ইস্টবেঙ্গল। তবে সাফল্যের গন্ধ গায়ে মেখে ধীরে ধীরে ছন্দ হারাতে থাকে কলকাতা ময়দানের এই প্রধান। ইন্ডিয়ান সুপার লিগ থেকে শুরু করে AFC চ্যালেঞ্জ লিগ, সবেতেই খেলোয়াড়দের ছন্নছাড়া ফুটবল ও অশান্তি নিয়ে একেবারে মুখ থুবড়ে পড়েছে মশাল ব্রিগেড।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
এমতাবস্থায়, সেই চেনা সুপার কাপের উদ্দেশ্যেই যাত্রা করতে হচ্ছে অস্কার ব্রুজোদের। দিন পেরোলেই আগামীকাল, 20 এপ্রিল শক্ত প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সুপার কাপের উদ্বোধনী ম্যাচে(East Bengal Vs Kerala Blasters) আক্রমণ শানাবে ইস্টবেঙ্গল। নির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার দুপুর 4 টে 30 মিনিটে এই ম্যাচ আয়োজন হওয়ার কথা ছিল। তবে আচমকা, বদলে গেল ম্যাচের সময়।
সূত্রের খবর, একই দিনে আই লিগের শক্তিশালী দল চার্চিল ব্রাদার্সের বিপক্ষে ম্যাচ গড়ানোর কথা ছিল মোহনবাগানেরও। তবে গোয়ার এই ফুটবল ক্লাব সুপার কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায়, সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে বাগান। আর এই অপ্রত্যাশিত ঘটনার জের, প্রভাব পড়েছে লাল হলুদের ম্যাচেও। তাহলে কখন গড়াবে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্সের দুর্ধর্ষ ম্যাচ? রইল বিস্তারিত।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
রবিবার কখন গড়াবে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ?
সুপার কাপের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল দুপর 4 টে বেজে 30 মিনিটে শক্তিশালী কেরালার বিপক্ষে ইস্টবেঙ্গলের ম্যাচ হওয়ার কথা ছিল। তবে আপাতত সেই পূর্ব নির্ধারিত সময়ে ম্যাচ গড়াচ্ছে না। বদলে, লাল হলুদের ম্যাচ আয়োজিত হবে রাত 8টা থেকে। হ্যাঁ, মোহনবাগান বনাম চার্চিল ব্রাদার্সের ম্যাচ পন্ড হওয়ায়, ওই একই সময়ে গড়াবে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্সের দুর্ধর্ষ ম্যাচ। আর তা দেখার জন্যই একেবারে ওত পেতে বসে রয়েছে লাল হলুদ জনতা।
অবশ্যই পড়ুন: না খেলেই কোয়ার্টার ফাইনাল! সুপার কাপে বিরাট অ্যাডভান্টেজ মোহনবাগানের
ডার্বি হওয়ার সম্ভাবনা প্রবল
রবিবার শুরু হতে যাওয়া সুপার কাপের নকআউট ম্যাচ থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে বাগান। এমতাবস্থায়, আগামীকাল ইস্টবেঙ্গল ও কেরালার মধ্যে যে দল উদ্বোধনী ম্যাচে জয় নিশ্চিত করতে পারবে, কোয়ার্টার ফাইনালের মঞ্চে সেই সফল দলের বিপক্ষে মাঠে নামবেন কোচ মোলিনার ছেলেরা। কাজেই রবিবাসরীয় ম্যাচে ইস্টবেঙ্গল যদি নিজেদের সর্বস্ব দিয়ে জয়ের পতাকা ওড়াতে পারে, তবে 26 এপ্রিল সুপার কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি একেবারে বাঁধা।