East Bengal Vs Mohun Bagan: ডার্বি থেকে ISL, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান, কোন দল সেরা? পুরনো অঙ্কেই মিলবে উত্তর | ISL, Derby Win Calculator
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতার দুই ঐতিহ্যবাহী দল মোহনবাগান (Mohun Bagan) এবং ইস্টবেঙ্গলের (East Bengal) মধ্যে এগিয়ে থাকার লড়াইটা চিরকালেরই। মেরিনার্সদের মুখের গ্রাস কেড়ে নিয়ে বহুবার খিদে মিটিয়েছে লাল হলুদ। তবে বাগানের চির প্রতিদ্বন্দ্বী হয়েও চলতি ISL মরসুমে জয়ের নিরিখে গঙ্গা পাড়ের ছেলেদের টিকিটিও ছুঁতে পারছে না মশাল ব্রিগেড। এহেন আবহে কোন দল সবচেয়ে বেশি শক্তিধর এই প্রশ্ন নিছকই মূর্খামী বলে মনে করছেন বাগান সমর্থকরা। তবে প্রশ্ন যখন উঠেছে তার উত্তর বাতলে দেওয়ার দায়িত্বও আমাদের। তাই আজকের প্রতিবেদনে লাল হলুদ ও সবুজ মেরুনের মধ্যে যুদ্ধটা হবে পরিসংখ্যানের ভিত্তিতে।
চলতি ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে মোহনবাগানের দুরন্ত পারফরমেন্স সবুজ মেরুনের সমস্ত পরাজয় ভুলিয়ে দিয়েছে। সেই পথ ধরেই চলতি মরসুমের ডার্বিতেও ইস্টবেঙ্গলের গলায় ছুরি ঘুরিয়েছে বাগান। তবে ISL ডার্বিতে কোন দলের পাল্লা সবচেয়ে ভারী তার উত্তর দেবে পরিসংখ্যান। বেশ কিছু রিপোর্ট আনুমানিক পরিসংখ্যানের ওপর ভিত্তি করে চমকে দেওয়ার মতো তথ্য দিয়েছে।
অঙ্ক বলছে, গত 11 জানুয়ারি শনিবারের শেষ ডার্বি পর্যন্ত মোট 401টি হাইভোল্টেজ ডার্বিতে সম্মুখ সমরে উপস্থিত হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। সেই সূত্র ধরে, শেষ ডার্বিতে মোহনবাগানের মুখের হাসি চওড়া হলেও পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ডার্বি ম্যাচে জয়ের নিরিখে মোহনবাগান নয় বরং এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গলই। গত 100 বছরের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা ডার্বিতে এখনও পর্যন্ত 134 বার জয় পেয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের ঘরে সাফল্য এসেছে 137 ম্যাচে। ড্র হয়েছে 129টি ডার্বি।
ইন্ডিয়ান সুপার লিগের বিচারে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই শক্তিশালী। একইভাবে দুই দলেরই দুর্বল ক্ষত রয়েছে। তবে চলতি ISL মরসুমে দুর্বল জায়গায় হাত বুলিয়ে সবচেয়ে বেশি জয় পেয়েছে মোহনবাগান। অন্যদিকে রক্ষণভাগ আলগা হয়ে যাওয়ায় নিজেদের ক্ষত ঢেকে রাখতে পারেনি অস্কার ব্রুজোর দল। চোট আঘাত নিয়ে মরসুমের শুরু থেকেই ভুগতে হচ্ছে মশাল বাহিনীকে।
দলের ছেলেদের চোট সত্বেও ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ব্রুজো। তবে সেই চেষ্টা ইস্টবেঙ্গলকে প্লে-অফে তুলতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কেননা, কেরালা বধের পর চেন্নাইয়ের কাছে গোলের মালা পড়ে সুপার সিক্স হয়ে প্লে অফে ওঠার জায়গা এক প্রকার হারাতে বসেছে ইস্টবেঙ্গল। তবুও স্বপ্নের সিঁড়িতে চেপে এখনও মশালে আগুন জুগিয়ে চলেছেন অস্কার।
এটা গেল চলতি মরসুমের কাহিনী। তবে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে ISL দৌঁড়ে কে এগিয়ে, এমন প্রশ্নের উত্তর দেওয়াটা সত্যিই কঠিন। যদিও চলমান মরসুমে সেই জটিলতা অনেকটাই কাটিয়েছে মোহনবাগান। শুরুর দিকে ধারাবাহিক জয় এবং শেষের দিকে দুর্দান্ত পারফর্ম করে লিগ টেবিলের মগডালে উঠেছে সবুজ মেরুন। কাজেই সাম্প্রতিক ফর্মের নিরিখে লাল হলুদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বাগান।
আরও পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফির আগে শক্তি হারাল ভারত, চোট নিয়ে ছিটকে যাচ্ছেন বুমরাহ! বিকল্প কে?
উল্লেখ্য, ISL ইতিহাসে এখনও পর্যন্ত ট্রফি জেতেনি ইস্ট-মোহন কোনও দলই। তবে শেষ পরিসংখ্যান বলছে, 2022-23 ISL মরসুমে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে সবচেয়ে বেশি পয়েন্ট হাতিয়ে লিগশিল্ড জিতেছে মোহনবাগান। অন্যদিকে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে বাঙালির প্রিয় দল ইস্টবেঙ্গলের সবচেয়ে সেরা ফল হল 2020-21 মরসুমে নবম স্থান দখল। বলে রাখা ভাল, ISL-এ জাদু দেখাতে না পারলেও ডুরান্ড কাপ থেকে শুরু করে IFA শিল্ড ও কলকাতা লিগ ফুটবল জিতেছে ইস্টবেঙ্গল।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.