লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

East Bengal: নববর্ষেই নতুন অধিনায়ক পেয়ে গেল ইস্টবেঙ্গল | East Bengal Appoints New Captain

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলা নববর্ষে পা দিতেই নতুন চমক ইস্টবেঙ্গলে(East Bengal)! পুরনো বাংলা বছরের স্মৃতি ভুলে বার পুজোর দিনেই ভারতীয় তারকা মহেশ সিংকে অধিনায়ক হিসেবে বেছে নিল লাল হলুদ। ISL শেষ। সামনে এখন সুপার কাপ, আর সেই মরসুম শুরু হওয়ার আগেই মশাল বাহিনীর নেতৃত্ব পেলেন মহেশ, যা ভক্ত সমর্থকদের কাছে বেশ আনন্দের।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ইস্টবেঙ্গল ক্লাবের পুজোয় উপস্থিত থাকছেন মহেশ

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকালে কলকাতা ময়দানের প্রধান ইস্টবেঙ্গলের নতুন দায়িত্ব পাওয়ার পর, ক্লাবের বার পুজোয় উপস্থিত থাকবেন নতুন নেতা মহেশ সিং। সূত্রের খবর, এদিন ক্লাবের পুজোয় উপস্থিত থাকছেন কোচ অস্কার ব্রুজোও। ইতিমধ্যেই, অধিনায়কের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন লাল হলুদ কর্তা দেবব্রত সরকার।

READ MORE:  East Bengal Vs Mumbai City: লাল হলুদ তারকার ভুলেই ড্র শুক্রবারের ম্যাচ, কীভাবে প্লে অফে উঠবে ইস্টবেঙ্গল? | Indian Super League East Bengal Playoff

ইস্টবেঙ্গল কর্তা জানান, মহেশ আমাদের আগামী মরসুমের অধিনায়ক। ও আমাদের বারের পুজোয় বসবে। পুজোয় উপস্থিত থাকবেন কোচ অস্কারও। একই সাথে আইডব্লিউএল জয়ী গোটা দলই মঙ্গলবারের পুজোয় উপস্থিত থাকবে। তাছাড়ও, 13 থেকে 19 সমস্ত ফুটবল দলের উপস্থিতির কথা নিশ্চিত করেছেন ক্লাব কর্তা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

মহেশ সিংয়ের এ মরসুম

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দুরন্ত ফুটবল খেলেছেন মহেশ। তবে গোলের সংখ্যা খুব একটা বেশি নয়। গোটা সিজনে মোট 20 ম্যাচে অংশ নিয়ে 2টি গোল করেছেন তিনি। সেই সাথে 1টি অ্যাসিস্ট গোলও এসেছে এই 26 বছর বয়সি তারকার তরফে।

অবশ্যই পড়ুন: ৪ কারণে শ্রেয়স আইয়ারদের কাছে গো হারা হারতে পারে KKR!

ক্লেটনের ভবিষ্যৎ কী?

রবিবার নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। তবে এই ম্যাচেই লাল হলুদের একটি অন্ধকার দিক চোখে পড়েছে। তা হল, এদিন ম্যাচ চলাকালীন কোচ অস্কারের সাথে বিতর্কে জড়ান লাল হলুদ তারকা ক্লেটন সিলভা। জানা যায়, মূলত কোচের সাথে মতবিরোধের কারণেই মাত্র 30 সেকেন্ডের মধ্যেই মাঠ ছেড়ে হোটেলে ফিরে যান তিনি।

READ MORE:  Sunil Narine Update: কেমন আছে নারিন? আদৌ আর IPL খেলবেন? KKR তারকাকে নিয়ে বড় আপডেট | Sunil Narine Health Update

আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে ব্রাজিলিয়ান ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে? অনেকেই মনে করছেন, বচসার জেরে তাঁকে শীঘ্রই দল থেকে ছেঁটে ফেলতে পারে ইস্টবেঙ্গল। কেননা, লাল হলুদ শিবিরে তাঁর জায়গা হওয়াটা ছিল শুধুমাত্র বিকল্প হিসেবে। ফলত, কোচের সাথে মতের অমিল হওয়ায় তাঁকে আগামী দিনে দলে রাখা হবে কিনা, তা নিয়ে সংশয়ের পরিধি যথেষ্ট চওড়া।

READ MORE:  CFL: কোর্টে ঝটকা খেল ইস্টবেঙ্গল | Diamond Harbor In Court Against East Bengal FC

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.